রবিবার - ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

বীরগঞ্জে পুলিশের অভিযানে ৬ চোর গ্রেফতার

বীরগঞ্জে পুলিশের অভিযানে ৬ চোর গ্রেফতার

 

দিনাজপুরের বীরগঞ্জে চুরি ছিনতাই রোধ করতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে, অভিযান চালিয়ে এক রাতেই চিহ্নিত ছয়জন চোরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে বীরগঞ্জ থানা পুলিশ

গতকাল রোববার (১লা মার্চ২০২৫) রাতে বীরগঞ্জ থানার সুদক্ষ অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুরের নেতৃত্বে ও দিক নির্দেশনায় চৌকস পুলিশ অফিসারদের সহযোগিতায় অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি মামলার আসামী কাহারোল উপজেলার রামপুর ঘনপাড়া এলাকার, নিপেন চন্দ্র দাসের ছেলে কমল বাবু দাস(৩০),
বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের মধ্য ভোগডোমা এলাকার মকবুল হোসেনের ছেলে ফারুক হোসেন (২৪), ও আব্দুল মজিদের ছেলে আমিনুল ইসলাম (২৫), উপজেলার চাকাই এলাকার কাসেম আলীর ছেলে শাহিন আলম(২০),
উপজেলার রাজিবপুর এলাকার শুকুর আলীর ছেলে মোঃ জহিরুল (৩০), এবং বেলতলী বাজার এলাকার সুরুজ আলীর ছেলে মোঃ সুমন (২২) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযানে অংশ নেন এসআই মোঃ শরিফুল ইসলাম, এএসআই মোঃ সিরাজুল আওলাদ সুমন, এএসআই মোহাম্মদ আলী সহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

সংবাদের সত্যতা নিশ্চিত করে,বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর জানান, অনাকাঙ্ক্ষিত চুরি ছিনতাই প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, গ্রেফতারকৃতরা সকলেই চুরি মামলার আসামী তিনি চুরি ছিনতাই দমন করতে সকলকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান করছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn