
বীরগঞ্জে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, ঈদ সামগ্রী বিতরন, দোয়া ও ইফতার মাহফিল
দিনাজপুরের বীরগঞ্জের পৌর শহরের সরকার মার্কেটের ২য় তলায় ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা, ঈদ সামগ্রী বিতরন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ মার্চ শুক্রবার বিকাল ৫টায় ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের দিনাজপুর জেলা শাখার সভাপতি ডা. চিত্ত রঞ্জন রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার এসআই আশরাফুল ইসলাম।
ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ হোমিও প্যাথিক গবেষনা ও প্রশিক্ষণ কেন্দ্র এর সভাপতি ডা. ওবায়দুল হকসহ আরও অনেকে।
এসময় বক্তরা বলেন সমগ্র বিশ্বে মানব সেবা ও মানবাধিকার বাস্তবায়ন করাই এর সংস্থার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এছাড়াও মাদকমুক্ত ও অপরাধমুক্ত বাংলাদেশ গড়াও এই সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য।
আলোচনা শেষে অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।