সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বীরগঞ্জে কাঠের সেতু উদ্বোধন

বীরগঞ্জে কাঠের সেতু উদ্বোধন

 

দিনাজপুরের বীরগঞ্জ পাথর ঘাটা নদীর উপর কাঠের সেতু উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৭মে) দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের বড়হাট গ্রামের শর্মা পাড়া পাথরঘাটা নদীর উপর কাঠের সেতু উদ্বোধন করা হয়। কাঠের সেতুটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ, এসময় উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন ও উপজেলা প্রকৌশলী জিবরীল আহমেদ অত্রগ্রামের গ্রামবাসীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ বিষয়ে চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন সাংবাদিকদের বলেন, এ এলাকার মানুষ, দীর্ঘদিন ধরে যোগাযোগ সমস্যায় ভুগছেন। বর্ষাকালে যাতায়াত রাস্তা নদী ভাঙ্গনের কারণে রাস্তা ভেঙে যায়, এই কাঠের সেতু নির্মাণ হয়ে মানুষের যাতায়াত সহজ হবে, শিক্ষার্থীদের কষ্ট কমবে।

বড় হাট, শর্মা পাড়া গ্রামের বাসিন্দারা বলেন চেয়ারম্যানের উদ্যোগে ও সরকারি সহযোগিতায় সেতুটি পেয়ে তারা অনেক খুশি।

উপজেলা নির্বাহী অফিসার, তানভীর আহমেদ বলেন, পাথরঘাটা নদী একটা প্রত্যন্ত এলাকা ইউপি চেয়ারম্যানের এই উদ্যোগ নেওয়ার স্বাগত জানিয়েছেন।
তিনি আরো বলেন, এভাবেই প্রত্যন্ত এবং দুর্গম এলাকায় সামনে এগিয়ে নেওয়ার জন্য সরকারের উন্নয়ন পৌঁছে দিব। এই ব্রিজের মাধ্যমে ১০০ পরিবারসহ উপজেলার সকল মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn