শুক্রবার - ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত

বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে
সরস্বতী পূজা অনুষ্ঠিত

 

দিনাজপুরের বীরগঞ্জে উৎসব মুখর পরিবেশে স্ব
সরস্বতি পুজা অনুষ্ঠিত ।

আজ সোমবার (৩ই ফেব্রুয়ারি)অনুষ্ঠিত হবে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা। দেবী সরস্বতী বিদ্যাদেবী নামে বেশি সমাদৃত। এটি মূলত ছাত্র-ছাত্রীদের উৎসব। এ উৎসবটি বাণী অর্চনা নামে পরিচিত । শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয় । এই তিথিটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। শ্রীপঞ্চমীর দিন খুব ভোরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সনাতন ধর্মালম্বীদের বাসা-বাড়িতে, হিন্দু পাড়া-মহল্লা, সার্বজনীন পূজামন্ডপ ও মন্দির প্রাঙ্গণে সরস্বতী পূজার আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সুষ্ঠু-সুন্দর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল সরস্বতী পূজা।

উপজেলার বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার ১১ টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে প্রতি বছরের ন্যায় এ বছরও ব্যাপক আকারে সরস্বতী পুজার আয়োজন করেন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। পূজার উৎসবে মেতে উঠে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দেখা যায়, শিক্ষার্থীরা সরস্বতী পুজার আগের দিন থেকে শুরু করে পূজার দিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পুজার ধুম পড়ে যায় তাদের মধ্যে। পুজা উপলক্ষে শিক্ষার্থীরা ধুর্তি পাঞ্জাবী, শাড়ি ও রং বে-রঙ্গের বাহারী পোশাক গায়ে দিয়ে এ উৎসব পালন করতে দেখা যায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn