মঙ্গলবার - ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিহারে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ‍্যমন্ত্রীর

বিহারে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ‍্যমন্ত্রীর

 

 

ভারতের বিহারে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু হয়েছে। মুখ‍্যমন্ত্রীর দপ্তর সূত্রে প্রাপ্ত তথ‍্য অনুযায়ী,  বেগুসরাইয়ে ৫, দ্বারভাঙ্গায় ৪, মধুবনিতে ৩ ও সমস্তিপুরে ১ জনের মৃত্যু হয়েছে দুর্যোগে। বিহারের মুখ‍্যমন্ত্রী নীতীশ কুমার মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি নিহতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ও ঘোষণা করেছেন। ” বজ্রপাতের ঘটনায় মুখ‍্যমন্ত্রী নীতীশ কুমার গভীরভাবে  শোকাহত। মুখ‍্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে আছেন।” আবহাওয়া দপ্তরের তরফে, বৃহস্পতিবার (১০ এপ্রিল ) বিহার, বাংলা, সিকিমসহ উত্তর – পূর্বের একাধিক  রাজ‍্যে বজ্রবিদ‍্যুৎ সহ প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে বিহারের মুখ‍্যমন্ত্রী জনগণকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঘরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn