
বিহারে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
ভারতের বিহারে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেগুসরাইয়ে ৫, দ্বারভাঙ্গায় ৪, মধুবনিতে ৩ ও সমস্তিপুরে ১ জনের মৃত্যু হয়েছে দুর্যোগে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি নিহতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ও ঘোষণা করেছেন। ” বজ্রপাতের ঘটনায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমার গভীরভাবে শোকাহত। মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে আছেন।” আবহাওয়া দপ্তরের তরফে, বৃহস্পতিবার (১০ এপ্রিল ) বিহার, বাংলা, সিকিমসহ উত্তর – পূর্বের একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে বিহারের মুখ্যমন্ত্রী জনগণকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঘরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি