
বিহারে গঙ্গায় উল্টে গেল নৌকা, ডুবে প্রাণ গেল ৩ যাত্রীর
ভারতের বিহারের কাটিহার জেলায় গঙ্গায় উল্টে গেল নৌকা। রবিবার (১৯ জানুয়ারি ) সকালে ডুবে প্রাণ হারালেন ৩ জন। এখন পর্যন্ত ১০ জনকে নদী থেকে উদ্ধার করা হয়েছে। নৌকায় সওয়ার ছিলেন ১৭ জন। বাকিদের ৪ জনের খোঁজ চলছে। এদিন সকালে গোলাঘাটের কাছে অমদাবাদ এলাকায় এই নৌকাডুবির ঘটনা হয়েছে। নৌকাটি ডুবে যাওয়ার পর ১০ জন সাঁতরে পারে উঠে আসেন। উদ্ধার নামে প্রশাসন। ৩টি মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। বাকি ৪ জনের খোঁজ চলছে। জেলাশাসক মহেশ কুমার মিনা জানিয়েছেন, উদ্ধার কাজ এখন ও শেষ হয়নি। কিভাবে দুর্ঘটনা হল, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ উঠেছে, অতিরিক্ত যাত্রী নৌকায় ওঠার কারনেই এই বিপত্তি। এখন পর্যন্ত মৃতদের মধ্যে ২ জনকে সনাক্ত করেছে পুলিশ। তাঁরা হলেন, পবন কুমার (৬০) এবং সুধীর মন্ডল (৭০)।
Post Views: ৩৯