
বিহারের ভোজপুরে বিষ খেলেন একই পরিবারের ৫ জন, মৃত ৩
ভারতের বিহারের ভোজপুর জেলায় বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন একই পরিবারের ৫ জন সদস্য। ওই ৫ জনের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে এবং ২ জন সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভোজপুর জেলার বিহিয়া থানার অন্তগর্ত বেলাবানিয়া গ্রামে। একপিতা তার ৪ সন্তানকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন, ৩ সন্তানের মৃত্যু হয়েছে। পিতা ও এক ছেলে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ জানিয়েছে, বুধবার (১২ মার্চ) অরবিন্দু কুমার নামে এই পিতা তার ৪ সন্তানকে বিষাক্ত পদার্থ মেশানো দুধ খাইয়ে দেয়। এরপর সে নিজেও বিষ খায়। পিতা ও ছেলে বেঁচে গেলেও, নন্দনী কুমারী(১৩), পলক কুমারী (৫) ও টোনি কুমার (৭) এর মৃত্যু হয়েছে। বর্তমানে এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে থানা পুলিশ।
Post Views: ৩২