আসন্ন এশিয়া কাপের দল প্রস্তুত বাংলাদেশের। গেল ১২ আগস্ট ১৭ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। এরপর তাদের নিয়ে ক্লোজডোর অনুশীলন করে কোচরা। যা শেষ গেল ১৭ আগস্ট। আগামী ২৬ আগস্ট এই দলটি ঢাকা ছাড়বে এশিয়া কাপে যোগ দিতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে। তবে এই দলের বাইরেও আরো ৮ খেলোয়াড়কে নিয়ে বিশেষ ক্যাম্প পরিচালনা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে থাকছেন লন্ডন থেকে চিকিত্সা নিয়ে ফিরা সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং এশিয়া কাপের স্কোয়াডে জায়গা না পাওয়া দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। যা শুরু হবে আজ থেকে।
গতকাল শনিবার মিরপুরে এই বিশেষ ক্যাম্পের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমন। মূলত এশিয়া কাপের পর নিউজিল্যান্ড সিরিজ এবং ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের জন্যই ব্যাকআপ ক্রিকেটার প্রস্তুত রাখার জন্য এই ক্যাম্পের ডাক দিয়েছে বোর্ড।
মূলত গেল ৩০ জুলাই শুরু হওয়া প্রাথমিক ক্যাম্পের ৩২ জনের মধ্য থেকে বাদ পড়া খেলোয়াড়রাই থাকবে এই বিশেষ ক্যাম্পে। তাই বলা যায় তামিম-মাহমুদউল্লাহর সঙ্গে এই ক্যাম্পে থাকতে যাচ্ছেন তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, মোসাদ্দেক হোসেন, তানজিম হাসান, সাইফ হাসান ও জাকির হাসান।