
চট্টগ্রামের পরিবেশ বিষয়ক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উপলক্ষে ৩১ মে বিকাল ৪টায় নগরের ডিসি হিলে বৃক্ষ রোপণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন করেন এ্যাড ভিশন বাংলাদেশের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপর কমিটির সদস্য, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা শেখ নওশেদ সরোয়ার পিন্টু।
এ সময় সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা শেখ নওশাদ সরোয়ার পিন্টু বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সংকট মোকাবেলায় বৃক্ষ রোপণ কর্মসূচীর বিকল্প নেই। পরিবেশ বিপর্যয়ের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে আমাদের সকলকে বৃক্ষ রোপণের জোর দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন এ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, পরিবেশ সংগঠক মাসুদ রানা, দৈনিক যায়যায় কালের সহ সম্পাদক মো. সেলিম উদ্দিন, দৈনিক স্বদেশ বিচিত্রার বিশেষ প্রতিনিধি স ম জিয়াউর রহমান, বাংলাবন্ধু যাত্রীকল্যাণ সংস্থার চেয়ারম্যান আ স ম আকতার হোসেন রানা, জেলা শাখার সভাপতি নাছির উদ্দীন বাঙালি, মহানগরের সহ সভাপতি মো. হাসান মুরাদ, সংগঠনের সদস্য রুবেল দে, মনিরুল ইসলাম, রানা চৌধুরী মাইকেল, আরমান হিরো, ইমরান আশরাফ অপু, মো. রফিকুল ইসলাম, মাজহারুল ইসলাম শিহাব। এ্যাড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডিসি হিলে বিভিন্ন ফলজ ও বনজ প্রজাতির শতাধিক বৃক্ষ রোপণ করা হয়।