
আজ ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস এবারের প্রতিপাদ্য বিষয় ” তামাক নয়,খাদ্য ফলান” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সারা দেশে দিবসটি পালিত হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা -১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দয়াল কুমার বড়ুয়া বলেন,আমাদের দেশে অবাধে তামাক সেবন চোখে পড়ে। সিগারেট,বিড়ি,হুক্কা, জর্দা,গুল, সাদা পাতা – বুঝে না বুঝে ব্যবহারের কারণে সার্বিক স্বাস্থ্যব্যবস্থা ও পরিবেশ ভয়ংকর ঝুঁকিতে পড়েছে।তামাকের ব্যবহার ক্যানসার, হৃদরোগ , স্ট্রোক, ফুসফুসের রোগ,ডায়াবেটিস ও ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ,যক্ষা, চোখের কিছু রোগ,বাতসহ রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বলতার জটিলতা বাড়ায়।
জাতীয় পার্টির কেন্দ্রীয় এ নেতা আরও বলেন,আমার নির্বাচনী এলাকায় তরুণ প্রজন্মকে তামাকমুক্ত গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম করে চলেছি।তরুণ প্রজন্ম কে আধুনিক ভাবে গড়ে তোলার জন্য খেলাধুলা ও বিনোদন ব্যবস্থা এবং কর্মসংস্থানের ব্যবস্থা আরো বাড়াতে হবে বলে মন্তব্য করেন।
স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আগে স্মার্ট ঢাকা স্মার্ট তরুণ প্রজন্ম ও তামাকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে বলে তিনি জানান।