বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

বিশ্ব জ্যোতিষ সম্মেলনে প্রখ্যাত জ্যোতিষী শ্রী কার্তিক কুমার আচার্য্যের জ্যোতিষ শাস্ত্রে পিএইচডি ডিগ্রী অর্জন

বিশ্ব জ্যোতিষ সম্মেলনে প্রখ্যাত জ্যোতিষী শ্রী কার্তিক কুমার আচার্য্যের জ্যোতিষ শাস্ত্রে পিএইচডি ডিগ্রী অর্জন

ভারতের ওয়ার্ল্ড এস্ট্রোলজার্স সোসাইটির উদ্যোগে ২৪তম আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলন কলকাতার আচার্য জগদীশচন্দ্র বসু রোড হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের মহাপ্রজ্ঞাবান জ্যোতিষী পন্ডিত মলয় শাস্ত্রী। উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন মায়ানমারের পন্ডিত টিন ও, ড. চো চো উইন, ড. নন্দ খেউ, বাংলাদেশের ঢাকার বিশিষ্ট জ্যোতিষী হারুনুর রশিদ এবং সিলেটের বাংলাদেশ সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের পরিচালনা পরিষদের সদস্য এডভোকেট দিলীপ কুমার দাশ এবং জ্যোতিষী অধ্যক্ষ এ.আর. আচার্য্য, ও দক্ষিণ ভারতের কেরালার প্রখ্যাত জ্যোতিষী প্রফেসর ড. দিবাকরণ কুগ্ধকাটু সহ ভারতের বিভিন্ন রাজ্যের জ্যোতিষীবৃন্দ।
সম্মেলনে বাংলাদেশের প্রখ্যাত জ্যোতিষী শ্রী কার্তিক কুমার আচার্য্যকে তাঁহার গবেষণাপত্রের ভিত্তিতে জ্যোতিষশাস্ত্রে বিশেষ অবদানের জন্য অনারেবল ‘ডক্টর অব এস্ট্রোলজী’ পিএইচডি ডিগ্রী প্রদান করা হয়। উল্লেখ্য যে, কার্তিক কুমার আচার্য্য চট্টগ্রামের হাজী মুহাম্মদ সরকারী উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক এ ফার্স্ট ক্লাস এবং চট্টগ্রাম সরকারী সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও জাতীয় বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি বিভাগে অনার্স এবং চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় হতে ২০২২ সালে অর্থনীতিতে মাষ্টার্স ডিগ্রী অর্জন করেন।
এছাড়াও তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড হইতে জ্যোতিষ, স্মৃতি, পৌরহিত্য, কাব্য, ব্যাকরণ, পুরাণ, বেদসহ সপ্তমতীর্থ উপাধি অর্জন করেন। ইহা ছাড়াও তিনি জ্যোতিষশাস্ত্রে ২০১৫ সালে জ্যোতিষ জ্ঞানী ২০১৬ সালে জ্যোতিষ ভাস্কর, ২০১৭ সালে জ্যোতিষ সম্রাট ও স্বর্ণপদক সহ একাধিক সম্মানসূচক উপাধি প্রাপ্ত হন এবং জ্যোতিষ গ্রন্থ “বেদের চক্ষু জ্যোতিষশাস্ত্র”, “পৌরহিত্য”, “ঋষিদের আবিষ্কার স্মৃতিশাস্ত্র”, “ঋষিদের রত্ন স্মৃতিশাস্ত্র”, “স্মৃতিশাস্ত্রকে জানুন” উক্ত পুস্তকসমূহে তিনি সহকারী সম্পাদনার দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখার সহ- সাধারণ সম্পাদক। তিনি চট্টগ্রাম শহরেই জন্মগ্রহণ করেন। তাহার পিতা অধ্যক্ষ এ. আর. আচার্য্য আজ ৪৯ বৎসর এই জ্যোতিষ শাস্ত্রে চট্টগ্রামে মোমিন রোড সাত্তার ম্যানসনে জ্যোতিষ শাস্ত্রে সনাতন ধর্মে দশবিধ সংস্কারের সুধীজনের প্রিয় একজন জ্যোতিষশাস্ত্রী। তিনি পোপাদিয়া বিপুলা সংস্কৃত কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ সংস্কৃত ও পালি বোর্ডের পরিচালনা পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ সংস্কৃত ও পালি পরীক্ষার চট্টগ্রাম কেন্দ্রের কেন্দ্র সম্পাদক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn