বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

বিশ্ব ইজতেমা ২০২৫ শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডি-ব্রিফিং অনুষ্ঠিত

বিশ্ব ইজতেমা ২০২৫ শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডি-ব্রিফিং অনুষ্ঠিত

 

মাওলানা সাদ পন্থীদের আয়োজনে বিশ্ব ইজতেমা ২০২৫ শেষে ১৭ ফেব্রুয়ারি
২০২৫ সোমবার শহীদ আহ্সান উল্ল্যাহ্ মাস্টার স্টেডিয়ামে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মনিত পুলিশ কমিশনার ড.মোঃ নাজমুল করিম খান এর সভাপতিত্বে নিরাপত্তা ডি-ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উক্ত ডি-ব্রিফিং এ পুলিশ কমিশনার বিশ্ব ইজতেমা ২০২৫ এর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ইজতেমা উপলক্ষে আইনশৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত থাকা সকল অফিসারবৃন্দের বক্তব্য শোনেন। নিরাপত্তায় নিয়োজিত প্রত্যেক পুলিশ সদস্য পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে সুষ্ঠু ও সুন্দরভাবে বিশ্ব ইজতেমা ২০২৫ সম্পন্ন করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।
উক্ত নিরাপত্তা ডি-ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ পুলিশ কমিশনারবৃন্দ এবং নিরাপত্তায় নিয়োজিত পুলিশের বিভিন্ন ইউনিটের ইন্সপেক্টর থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn