বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম আম্পায়ার

ছেলেদের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে ক্রিকেটে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ। ভারতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য আইসিসি আজ ১৬ জন আম্পায়ার ও ৪ জন ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে।
এর আগে ২০১১ বিশ্বকাপে বাংলাদেশের একজন আম্পায়ার ছিলেন। তবে আম্পায়ারিংয়ে নাম থাকলেও সাবেক বাঁহাতি স্পিনার এনামুল হক মাঠে কিংবা টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে পারেননি। কারণ তাকে রাখা হয়েছিল রিজার্ভ আম্পায়ার হিসেবে।
শরফুদ্দৌলা এবার ম্যাচ পরিচালনা কিংবা টিভি আম্পায়ারের দায়িত্ব পাবেন। সে হিসেবে ছেলেদের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি। এর আগে চলতি বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসির নারী ওয়ানডে বিশ্বকাপে শরফুদ্দৌলা আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।
আসন্ন বিশ্বকাপের জন্য আইসিসির বাছাই করা মোট ১৬ জন আম্পায়ারের মধ্যে ১২ জন এলিট প্যানেলের সদস্য। তারা হলেন-ক্রিস্টোফার গ্যাফানে (নিউজিল্যান্ড), কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), মারাইস এরাসমাস (দক্ষিণ আফ্রিকা), মাইকেল গফ (ইংল্যান্ড), নিতিন মেনন (ভারত), পল রেইফেল (অস্ট্রেলিয়া), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), রিচার্ড কেটেলবরো (ইংল্যান্ড), রড টাকার (অস্ট্রেলিয়া), জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ), আহসান রাজা (পাকিস্তান) ও আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা)।
বাকি চারজন আইসিসি ইমার্জিং আম্পায়ার প্যানেলের সদস্য-শরফুদ্দৌলা ইবনে শহীদ (বাংলাদেশ), পল উইলসন (অস্ট্রেলিয়া), অ্যালেক্স হোয়ার্ফ (ইংল্যান্ড) ও ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড)।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn