রবিবার - ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বিশ্বকাপের পরই নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ

এশিয়া কাপের পরে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ নিউজিল্যান্ডময়। ঘরের মাঠে সেপ্টেম্বরে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপে দুই দল মুখোমুখি হবে। এরপর নভেম্বরের শেষে দুই ম্যাচের টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে কিউইরা।
ওই সিরিজ শেষে নিউজিল্যান্ড ঘরের মাঠে ২০২৩-২৪ মৌসুম শুরু করবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে। বিশ্বকাপের পর ঘরের মাঠে টেস্ট খেলার পরই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সেখানে তিন ম্যাচের ওয়ানডে খেলবে। এরপর আছে টি-২০ সিরিজও।
মঙ্গলবার প্রাথমিক সূচির বিষয়টিও নিশ্চিত করেছে কিউই ক্রিকেট বোর্ড। ১৭ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে কিউইরা গ্রীষ্ম শুরু করবে। বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজের পর জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে আছে সাদা বলের সিরিজ। ২০১৬ সালের পর প্রথমবার নিউজিল্যান্ডে টেস্ট খেলতে আসবে অস্ট্রেলিয়া।
বিষয়টি নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য গ্রীষ্মটা অনেক উচ্ছ্বাসের হতে যাচ্ছে। মাঠে এসে এবং টিভিতে ভক্তরা দুর্দান্ত কিছু সিরিজ দেখার সুযোগ পাবে। ভেন্যু অনুযায়ী, আমরা কিছু ডে-নাইট ম্যাচও আয়োজন করবো।’
আগস্ট-সেপ্টেম্বরে হাইব্রিড মডেলে এশিয়া কাপে অংশ নেবে বাংলাদেশ। প্রাথমিক সূচি অনুযায়ী, ৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে এশিয়া কাপ। ওই টুর্নামেন্ট শেষ করেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। সিলেটে ওয়ানডে সিরিজ শুরু হতে পারে ২১ সেপ্টেম্বর।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn