শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এর ফাতেহা ও মাসিক মাহফিল সম্পন্ন

রাউজান গশ্চি নেয়াহাট বাঘোয়ান শাখার উদ্যোগে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ বাঘোয়ান শাখার সভাপতি জেবল মুলুকের সভাপতিত্বে সাংবাদিক লেখক নুর মোহাম্মদ এর চঞ্চলনায় ৭ জুলাই ২০২৩ শক্রবার সাংবাদিক জিয়াউর রহমানের বাড়িতে বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এর মাসিক ফাতেহা উপলক্ষে মাহফিলে খতমে তাওয়াল্লাদে গাউসিয়া ও ফাতেহা শরিফ মিলাদ কেয়াম, সালামে গাউসিয়া, আলোচনা সভা ছেমা জিকির মাহফিল, আশোকভক্তদের মাঝে তবররুক বিতরণ,পরি শেষে মুনাজাতে সবার জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন চরণদ্বীপ হারবাংগিরী দরবার শরীফের সাজ্জাদাশীন পীরজাদা হযরত শাহসূফি সৈয়দ রহমান মিয়া শাহ্ মঃজিঃআঃ হারবাংগিরী, আল মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক অর্থ,প্রচার প্রকাশনা সম্পাদক, সূফিকথা বার্তা সম্পাদক, সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারী, মাওলানা ইসমাঈল চিশতি, খাদেম লাতুল ফকির, মরমী শিল্পী মোঃ জানে আলম, মোঃ মুসলিম, সাংবাদিক জিয়াউর রহমান জেবর, মজিবুর রহমান, নাসির উদ্দিন কায়েস, বজল আহমদ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn