সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

বিশেষ বর্ধিত সভায় নৌকা ম‌নোনীত প্রার্থী উ‌স্মে কুলসুস স্মৃ‌তি এম‌পি

বিশেষ বর্ধিত সভায় নৌকা ম‌নোনীত প্রার্থী উ‌স্মে কুলসুস স্মৃ‌তি এম‌পি

 

“রিক্ত আ‌মি সিক্ত আ‌মি দেবার কিছু নাই,আ‌ছে শুধু ভালবাসা গ্রহণ ক‌রো তাই”। গাইবান্ধার পলাশবা‌ড়ীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপল‌ক্ষে বি‌শেষ ব‌র্ধিত সভায় এসব কথা ব‌লেন ৩১ গাইবান্ধা ০৩ (পলাশবাড়ী~সাদুল্লাপুর) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি।

তি‌নি নেতাকর্মী‌দের উ‌দ্দে‌শ্যে আ‌রো ব‌লেন,অতী‌তের সব মান অ‌ভিমান ভু‌লে গি‌য়ে আবা‌রো নৌকা মার্কায় ভোট দি‌য়ে জন‌নেত্রী শেখ হা‌সিনার হাত‌কে শ‌ক্তিশা‌লি কর‌তে হ‌বে।

পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ চত্ত‌রে অনুষ্ঠিত বিশেষ ব‌র্ধিত সভার সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ‌্যুৎ,পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,জেলা আওয়ামিলীগ সহ সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা আওয়ামিলীগ সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল,সাংগঠ‌নিক সম্পাদক মা‌হিবুল হাসান মু‌কিতসহ উপ‌জেলা আওয়ামীলীগ নেতা সাইফুলার রহমান তোতা চৌধুরী,শ‌হিদুল ইসলাম বাদশা,রেজানুর রহমান ডিপ‌টি,সাইফুল ইসলাম,এনামুল হক মকবুল,র‌ফিকুল ইসলাম, নির্মল কুমার মিত্র,গোলাম মোস্তফা,সহ উপজেলা, ইউনিয়ন,আওয়ামিলীগ ও সহ‌যো‌গী সংগঠ‌নের নেতাবৃন্দ।

বক্তারা এ‌দে‌শে উন্নয়‌নের ধারা অব‌্যাহত রাখতে বিগত দি‌নের সকল দ্বিধাদ্বন্দ ভু‌লে গি‌য়ে নৌকা মার্কা‌কে বিজয়ী ক‌রতে সকল‌কে ঐক‌্যবদ্ধ হ‌য়ে কাজ করার আহ্বান জানান।

এ সময় বি‌ভিন্ন ইউ‌নিয়ন হ‌তে আওয়ামীলীগ ও সহ‌যো‌গী ও অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn