
বিশিষ্ট সমাজ সেবিক ও বিশিষ্ট সাংবাদিকদের উপস্থিতিতে মগরাহাট প্রেস ক্লাবে বস্ত্র বিতরণ ও সাংবাদিক সংবর্ধনা সভা
মানব সেবা হল মানুষের কল্যাণের জন্য কাজ করা। পৃথিবীতে বৈধ এবং স্বীকৃত সকল কাজই মানব সেবার অন্তর্গত। এটার কোন আলাদা শাখা-প্রশাখা নেই।
মানব সেবা শুধুই একটি প্রবাদ- এর বাইরে নয়।মানব সেবা অর্থ নিজের সেবা। কারণ আমরা কেউ তো মানবের বাইরে নই।মানুষ সকলেই আত্মকেন্দ্রিক।আমারা মানুষ হিসাবে মানুষের কর্তব্য মানুষের দুঃখে কষ্টে পাশে থাকা, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। মানব সেবা মানবতার কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করাই ছিল মানবতার নবির জীবনের মহান ব্রত । ইসলাম ও ইসলামের নবি এভাবেই মানবসেবাকে গুরুত্ব প্রদান করেছেন। একজন মানুষ হিসেবে মানবকল্যাণ মূলক কাজে জড়িত থাকা মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখা মানুষের ঈমানের দায়িত্ব।প্রতি বছরের ন্যায় ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে মগরাহাট থানার অন্তর্গত মগরাহাট প্রেসক্লাবের বিশিষ্ট সমাজ সেবিক, বিশিষ্ট সাংবাদিকদের উদ্যোগে ও গোপাল কর্মকার মেমোরিয়াল সোসাইটি এবং বর্ণালী কানু সহযোগিতায় ঈদ উপলক্ষে দুঃস্থ এতিম অসহায় দরিদ্র পরিবারের হাতে বস্ত্র বিতরণ ও ইফতার সামগ্রী বিতরণ এবং বিশিষ্ট সমাজ সেবিক ও বিশিষ্ট সাংবাদিকদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল। বিশিষ্ট সমাজ সেবিক এবং গোপাল কর্মকার মেমোরিয়াল সোসাইটির সম্পাদক অমল কর্মকার এই মহতী অনুষ্টানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন – আমি একজন সনাতনী ধর্মীয় মানুষ। আমার কাছে ধর্ম বড়ো নয়।আমার কাছে মানব সেবা হল শ্রেষ্ট ধর্ম।কবি বলেছেন “জীবে প্রেম করে যেইজন সেই জন সেবিছে ঈশ্বর; অর্থাৎ মানুষ কে সেবা মানে ঈশ্বর কে সেবা করা । তিনি বলেন এটা মুসলিম ধর্মাবলম্বী মানুষের পবিত্র রমজান মাস চলছে । এই এক মাস মুসলিম ধর্মাবলম্বী মানুষ জন এই একমাস তারা রোজা পালন করেন ।সেই আজ এই মহতী অনুষ্টানে আমার বাবা গোপাল কর্মকার স্বরনে আমি আমার মুসলিম ধর্মাবলম্বী ভাইদের সঙ্গে রোজা রেখেছি এবং একই সঙ্গে ইফতার করলাম। মানব বার্তার সম্পাদক মোমিন আলি লস্কর প্রশ্ন করেন আপনি সনাতনী ধর্মীয় মানুষ কি মুসলিম ধর্মাবলম্বী পবিত্র রমজান মাসে আপনি রোজা রেখেছেন কি উদ্দেশ্যে? তিনি বলেন বৈজ্ঞানিক রিচার্জ করে দেখেছেন মানব দেহের বিভিন্ন বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই উপবাস বা রোজা।আমি সনাতনী ধর্মীয় মানুষ হলেও আমি এই পবিত্র রমজান মাসে ত্রিশ টি রোজা পালন না করতে পারলে ও একটি রোজা পালন করে খুব আনন্দিত হয়েছি। তিনি আরো বলেন রোজা হল ত্যাগের মাস এবং সংযমের ও ধৈর্যশীলের মাস ।আমি এই মাসে কিছু উপহার দুংস্থ এতিম অসহায় দরিদ্র পরিবারের হাতে ঈদের সামগ্রী তুলে দিতে পেরে আমি নিজে কে ধন্যবলে মনেকরি ।
মগরাহাট প্রেসক্লাবের সম্পাদক ওয়ারিশ লস্কর জানান বিগত বছরের মত আমরা এবছরও বস্ত্র বিতরণের মতো মহৎ কাজ করতে পেরে আমরা ধন্য , আগামী দিনে আরো অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। প্রায় দেড়শ জনের শাড়ি, লুঙ্গি বিতরণ করার পাশাপাশি চিনি ছোলা সিমুই বিতরণ করেন। মগরাহাট দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি সেলিম লস্কর বিশেষ কাজের জন্য উপস্থিত হতে পারেনি সভাস্থলে । বিশিষ্ট সাংবাদিক গনেরা একত্রে হয়ে মাননীয় ব্লক সভাপতি সেলিম লস্করে বাড়িতে গিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন।এতে সভাপতি বেজায় খুশি হলেন এবং পরবর্তীতে এই ক্লাবের পাশে থেকে এইরকম মহতী কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে জানিয়েছেন।
উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবি অমল কর্মকার, সমাজসেবী বর্ণালী কানু , ডায়মন্ড হারবার প্রেস কর্নারের প্রেসিডেন্ট বিশিষ্ট সাংবাদিক এবং সবার খবর , ফুটপাত পত্রিকার সম্পাদক কিংশুক ভট্টাচার্য সমাজ সেবিক কনা সাহা , বিশিষ্ট সাংবাদিক তপন কুমার দাস বিমান চৌধুরী, নির্মলা কানু , পূর্বের কলম পত্রিকার সাংবাদিক বাইজিৎ মন্ডল,ও মনজুর আলম, জাগো বাংলার বিশিষ্ট সাংবাদিক নাজির হোসেন, সাইফুল্লাহ লস্কর, রহমতুল্লাহ ,লাল্টু ,ওয়ারিশ লস্কর, নুরুদ্দিন গায়েন, সাহিদ মোল্লা, মানব বার্তার সম্পাদক মোমিন আলী লস্কর, তোফাজ্জল গাজী, আসিফ মোল্লা, মিনাজ ,সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গগন।