
বিশিষ্ট সমাজ সেবিক ও প্রশাসন কর্মকর্তা উপস্থিতে ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের ঈদ সামগ্রী বিতরণ
মানব সেবা হল মানুষের কল্যাণের জন্য কাজ করা। পৃথিবীতে বৈধ এবং স্বীকৃত সকল কাজই মানব সেবার অন্তর্গত। এটার কোন আলাদা শাখা-প্রশাখা নেই।
মানব সেবা শুধুই একটি প্রবাদ- এর বাইরে নয়।
মানব সেবা অর্থ নিজের সেবা। কারণ আমরা কেউ তো মানবের বাইরে নই।মানুষ সকলেই আত্মকেন্দ্রিক।আমারা মানুষ হিসাবে মানুষের কর্তব্য মানুষের দুঃখে কষ্টে পাশে থাকা, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। মানব সেবা মানবতার কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করাই ছিল মানবতার নবির জীবনের মহান ব্রত । ইসলাম ও ইসলামের নবি এভাবেই মানবসেবাকে গুরুত্ব প্রদান করেছেন। একজন মুসলমান হিসেবে মানবকল্যাণ মূলক কাজে জড়িত থাকা মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখা ঈমানি দায়িত্ব।প্রতি বছরের ন্যায় ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে হাক্বানিয়া মানব সেবার কর্ণধার এবং বিশিষ্ট সমাজ সেবক ব্যবস্থাপনা পরিচালক হাফেজ আবুল কালাম মন্ডল উদ্যোগে পদ্মের হাট গ্ৰামের তিন সহাস্রাধিক গরীব ও অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এসব খাদ্য সামগ্রী হাতে পেয়ে উচ্ছ্বাসিত ছিল হতদরিদ্র দুঃস্থ এতিম অসহায় পরিবারের সদস্যগণ।(৩০.মার্চ)বেলা ১১টা নাগাদ দক্ষিণ ২৪পরগনা জেলার জয়নগর থানার জয়নগর এক নম্বর ব্লকের দক্ষিণ বারাসত অঞ্চলের পদ্মের হাট গ্ৰামে ,ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে সেমাই, দুধ, চিনি, সাবান প্রদান করা হয়। এধরনের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। প্রতি বছরের ন্যায় দুই ঈদেই দুঃস্থ মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে ও ঈদে বাড়তি আনন্দ দিতে এমন ঈদ উপহার বিতরণকরে,আসছে গত কয়েক বছর যাবত।একটি মহৎ উদ্যোগ।
অনুষ্টানে উপস্থিত ছিলেন হাক্কানিয়া মানব সেবার কর্ণধার ও সম্পাদক এবং বিশিষ্ট সমাজ সেবিক হাফেজ আবুল কালাম সাহেব, হাক্কানীয়া মানবসেবার সভাপতি মুফতি আতিকুর রহমান সাহেব,জয়নগর থানার আইসি পার্থসারথি পাল, বিশিষ্ট সমাজসেবী হাজী আবুল খয়ের সাহেব, হাফেজ তৈইয়েবুল সাহেব , ফিরোজ আহমেদ,সওকত আলি সাহেব সহ এলাকার ওলামাগণ বিশিষ্ট ব্যাক্তিবর্গ গন।