বিশিষ্ট লেখক, গবেষক ও বৌদ্ধ মনিষী ড. সুমনপাল ভিক্ষু সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত
ভারতীয় সঙ্ঘরাজ ভিক্ষু মহাসভার (বুদ্ধগয়া) প্রকাশনা সম্পাদক ড. সুমনপাল ভিক্ষু ৫ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যায় কেরলের মেনাকুল্লামে (ত্রিবন্দরম) সড়ক দুর্ঘটনায় গুরতরভাবে আহত হন। বর্তমান তিনি ত্রিবন্দরম মেডিকেল কলেজ ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর মাথার অভ্যন্তরে রক্তক্ষরণ এখনো অব্যাহত। ফলে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। চিকিৎসকদের পরামর্শ মতে তাঁর মাথা অপারেশন করতে হবে। তাই তার চিকিৎসা সেবা কল্পে ভিক্ষু মহাসভা (বুদ্ধগয়া) ও বিদর্শন শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে কচ্চায়ন ভিকখু ও প্রজ্ঞারক্ষিত ভিক্ষু আজ ৬ ডিসেম্বর দুপুর ২ ঘটিকায় বিমানযোগে ত্রিবন্দরমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। উল্লেখ্য যে, ড. সুমনপাল ভিক্ষু মহোদয়ের চিকিৎসাসেবা কল্পে ভিক্ষু মহাসভা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) এবং আন্তর্জাতিক সাধনা কেন্দ্র (বুদ্ধগয়া) ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। তবে তাঁর চিকিৎসাসেবা কল্পে আরও বহু অর্থের প্রয়োজন।
তাঁর চিকিৎসাসেবায় আর্থিক সহযোগিতা প্রদান করার জন্য পূজনীয় ভিক্ষুসংঘ ও সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণের প্রতি আহ্বান জানাচ্ছি।
অর্থ পাঠানোর মাধ্যমঃ গোগুলপে নাম্বার 9811760649. নিবেদক- কচ্চায়ন ভিকখু (সভাপতি) এম আনন্দ ভিকখু (সাধারণ সম্পাদক), ভারতীয় সঙ্ঘরাজ ভিক্ষু মহাসভা, বুদ্ধগয়া।