ফটিকছড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি, মঙ্গল দাস কালাবাবা আশ্রমের সভাপতি বিশিষ্ট দানবীর রনজিত কুমার চৌধুরীর শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত হয়ে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন ফটিকছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এড. উত্তম কুমার মহাজন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাস্টার রতন কান্তি চৌধুরী, ফটিকছড়ি লোকনাথ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী, সহ-সভাপতি শিমুল ধর, মাস্টার মিলন নাথ, ডা. প্রতাপ রায়, প্রবাস দে, মাস্টার আশীষ চক্রবর্তী, মাস্টার তপন কুমার পালিত, অভিজিৎ পাল, রজ ত পাল, মাস্টার সন্তোষ কুমার শীল, বিধান ভট্টাচার্য্য, ধনঞ্জয় দেবনাথ, বাচ্চু ঘোষ, সজল পাল, সাগর দে, মাস্টার সমির দাশ, রনজিত দে, নিতাই নাথ, সুজন চৌধুরী, ফটিকছড়ি জন্মাষ্টমী পরিষদদের সাধারণ সম্পাদক লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইসহ আরো অনেকে। এক শোক বার্তায় উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাস্টার রতন কান্তি চৌধুরী পরলোকগত রনজিত চৌধুরীর আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান। রনজিত চৌধুরীর কর্মময় জীবন অত্যন্ত সুন্দর ও সাবলীল ছিল। একজন মানব প্রেমী, দানবীর ও ধর্মপ্রাণ মানুষকে ফটিকছড়িবাসী হারিয়েছেন বলে তিনি শোকবার্তায় জানান।