
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা
আজ ১৪ই মার্চ শুক্রবার, পূর্ব মেদিনীপুর জেলার, নন্দীগ্রামে ২০০৭ সালে ১৪ই মার্চ গুলিতে যে সকল মানুষ শহীদ হয়েছিলেন, তাদের বেদিতে মাল্যদান ও শ্রদ্ধা জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যাহারা ভূমি আন্দোলন করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন।
এই সময় অভিযোগ উঠেছিল, তৎকালীন প্রশাসন সহ সি পি আই এমের বিরুদ্ধে, তিনি বলেন কেটেছে দেড় দশকেরও বেশি সময়, তাও নন্দীগ্রামে শহীদ তর্পন বন্ধ হয়নি।
নন্দীগ্রামের অধিকারী পাড়ায় রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, মেঘনাথ পাল, অশোক করন , অভিজিৎ মাইতি সহ নেতৃত্বরা উপস্থিত হয়ে শহীদ বেদীতে মাল্যদান ও শহীদ স্মরণ করেন, এরপর তাহারা সোনাচূড়া শহীদ মিনারে গিয়েও শ্রদ্ধা জানান।
তাহারা বলেন ২০০৭ সালে ১৪ ই মার্চ ভূমি আন্দোলন করতে গিয়ে এবং ভূমি রক্ষা করতে গিয়ে বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছিলেন, আমরা আজও তাদের ভুলতে পারিনি, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতিবছর এই দিনটি আমরা পালন করে আসছি। এবং সবাই শহীদ বেদীর সামনে উপনীত হয়েছি।