বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বিরলে ভারত -বাংলাদেশ সীমান্ত পারাপারের সময় বিজিবি কর্তৃক এক বৃদ্ধ আটক

বিরলে ভারত -বাংলাদেশ সীমান্ত পারাপারের সময় বিজিবি কর্তৃক এক বৃদ্ধ আটক

 

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ধর্মজান বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩২০/৯-এস এর নিকট দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে পারাপারের সময় এক বৃদ্ধকে আটক করেছে বিজিবির টহল দল। আটককৃতকে বিরল থানায় সোপর্দ করা হয়েছে।
১২ মে ২০২৫ সোমবার ভোর সাড়ে ৫টায় বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের টিকারপাড়া নামক সীমান্তবর্তী এলাকা হতে বিজিবি টহলদল এর প্রচেষ্টায় ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে পারাপারের সময় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কামারপুকুর গ্রামের আলীমুল্লাহ এর ছেলে মোঃ কাসেম আলী (৬৭)কে আটক করতে সক্ষম হয়। আটককৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে কাজের সন্ধানে ইতিপূর্বে (বিগত ২-৩ মাস) দালালের মাধ্যমে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে গমন করেছিল এবং ভারতীয় দালালের সহযোগিতায় কাঁটাতারের বেড়ার নীচে পানি নিষ্কাশনের কালভার্ট দিয়ে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে আটককৃত ব্যক্তির বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র পাওয়া যায় এবং তার বাড়ী ঠাকুরগাঁও জেলায় বলে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও ধৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের মাধ্যমে যাচাই বাছাই করতঃ নাগরিকত্ব সঠিক হওয়ায় তাকে দিনাজপুর জেলার বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধ সমূহ হ্রাস করতে কার্যক্রম চালিয়ে আসছে। শূন্য রেখা অবৈধভাবে অতিক্রম, অবৈধ মাদকদ্রব্য চোরাচালান এবং শূন্য রেখা অতিক্রম করে পার্শ্ববর্তী দেশেরে ভূখন্ডে গরু-ছাগল চড়ানো বা ঘাস কাটা থেকে সকলকে বিরত থাকার জন্য বিজিবি কর্তৃপক্ষ কর্তৃক অনুরোধ করা হয়েছে।
বিরল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছবুর জানান, বিজিবি কর্তৃক সোপর্দকৃত ব্যাক্তিকে আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn