বিরলে বিনাসুদে লোন দেয়ার নামে একাধিক জনের সাথে প্রতারণার ঘটনায় আটক-১ : থানায় মামলা
দিনাজপুরের বিরলে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে সংগঠনের সদস্য হইলে বিনা সুদে ১(এক)লক্ষ থেকে ১(এক) কোটি টাকা পর্যন্ত লোন দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনায় মোঃ আক্কাছ আলী (৫৬) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ । এঘটনায় ফরাক্কাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য মোঃ মোতাহার হোসেন (৪৪) বাদী হয়ে বিরল থানায় এজাহার দায়ের করলে আসামী মোঃ আক্কাছ আলী কে আদালতে প্রেরণ করেন বিরল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিরল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছবুর।
এজাহার সুত্রে জানা যায় গত ৩/৪ মাস পূর্বে আসামী মোঃ আক্কাছ আলী (৫৬), পিতা- মৃত মেহেরাব আলী, সাং তেঘরা মহেষপুর, থানা-বিরল, জেলা- দিনাজপুরসহ অজ্ঞাতনামা ৩০/৪০ জন আসামী এলাকায় “অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে সংগঠনের সদস্য হইলে বাংলাদেশ থেকে দূর্নীতির পাচার হওয়া টাকা দেশে ফেরত আনিয়া উক্ত সংগঠনের প্রত্যেক সদস্যদেরকে বিনা শর্তে ও বিনা সুদে ১ (এক) লক্ষ থেকে ১(এক) কোটি টাকার সমমূল্যের গরু, ছাগল, ঘর-বাড়ী সহ বিভিন্ন জিনিসপত্র প্রদান করিবে। উক্ত প্রলোভন দিয়া বিভিন্ন এলাকাসহ ২নং ফরাক্কাবাদ ইউনিয়নের অন্যান্য এলাকার সহজ সরল জনসাধারনদেরকে সদস্য করিতে থাকে। একপর্যায়ে গত ১৮ আগষ্ট ২নং ফরক্কাবাদ ইউনিয়ন এলাকার কিছু সদস্যদের টাকা ও জিনিসপত্র দেওয়ার কথা বলিয়া ঢাকা শাপলা চত্বরে নিয়ে যায়। কিন্তু তখন কোন জিনিসপত্র না দিয়া বলে আরোও সদস্য বৃদ্ধি করিয়া আগামী ২৫ নভেম্বর ঢাকায় গেলেই টাকা পাবে এবং যাহারা আগে যাবে তাহাদেরকে আগে টাকা ও জিনিসপত্র দিবে। ১নং আসামীসহ অজ্ঞাতনামা আসামীগন এলাকায় আসিয়া আরোও সদস্য বৃদ্ধি করিতে থাকে। এমতাবস্থায় গত ২৪ নভেম্বর সারাদিন প্রত্যেক সদস্যদের নিকট হইতে ১১০০/-টাকা করিয়া ১নং আসামীসহ অজ্ঞাতনামা আসামীগন জমা নেয় এবং সন্ধ্যার মধ্যে বিরল থানাধীন ২নং ফরক্কাবাদ ইউনিয়ন তেঘরা হাইস্কুল মাঠে উপস্থিত থাকতে বলে। সেই মোতাবাকে এলাকার অনুমান ১৪৩ জন সদস্য একই তারিখ রাত্রি অনুমান ২০.০০ ঘটিকায় হাইস্কুল মাঠে উপস্থিত হইয়া ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ ব্যানারে ০৩টি বাস দেখিতে পায়। তখন এলাকার লোকজন সদস্যদেরকে মাঠে সমাবেত হইতে দেখিয়া ১নং আসামীকে জিজ্ঞাসাবাদ করাকালে সে সঠিক কোন জবাব দিতে না পারায় স্থানীয় লোকজনের সন্দেহ হইলে তারা বিরল থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইয়া স্থানীয় লোকজনের উপস্থিতিতে ১নং মোঃ আক্কাছ আলীকে জিজ্ঞাসাবাদ করিলে আসামী কোন সঠিক উত্তর দিতে না পারায় পুলিশ তাহাকে আটক করে। সেই সময় অজ্ঞাতনামা আসামীগণ কৌশলে পালাইয়া যায়। ধৃত আসামীসহ অজ্ঞাতনামা আসামীরা এলাকার সহজ সরল জনগনের নিকট হইতে প্রতারণা মূলক জনপ্রতি নগদ ১১০০/-টাকা করিয়া সর্বমোট =১,৫৭,৩০০/- (এক লক্ষ সাতান্ন হাজার তিনশত) টাকা গ্রহণ করিয়া উক্ত টাকা আত্মসাৎ করে।