নাটকের ব্যস্ত অভিনেত্রী ছিলেন অর্চিতা স্পর্শিয়া। এখন চলচ্চিত্রের দিকেই মনোযোগী তিনি। দেখা যায় ওটিটির কাজেও। এর আগে জানিয়েছিলেন নাটক একেবারেই ছেড়েছেন তিনি। কিন্তু ছাড়া আর হলো কই! দীর্ঘদিন পর একসঙ্গে দুইটি নাটকে অভিনয় করলেন স্পর্শিয়া।
যার একটি ‘জুতা নিজ দায়িত্বে রাখিবেন’; অন্যটি ‘এই গল্পের নাম কী?’। দুটিতেই স্পর্শিয়ার বিপরীতে আছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। দুটি নাটকই নির্মাণ করেছেন মাবরুর রশিদ বান্নাহ। এই নাটকের মাধ্যমে প্রায় সাত বছর পর নির্মাতা মাবরুর রশিদ বান্নাহর দুটি নাটকে অভিনয় করলেন অর্চিতা স্পর্শিয়া।
দীর্ঘদিন পর নাটকে ফেরা নিয়ে স্পর্শিয়া বলেন, ‘নাটক আমি সত্যিই করছি না। তবে বান্নাহ ভাইয়ের নাটক তো; না করা যাবে না। তাঁর সঙ্গে দীর্ঘ সাত বছর পর কাজ করলাম। দুটি নাটকেই আমার সহশিল্পী ফারহান। যিনি এ সময়ের জনপ্রিয় একজন অভিনেতা। মজার বিষয় হচ্ছে, আমি যখন নাটক ছেড়ে দিই তখন ফারহান সবে নাটকে অভিনয় শুরু করেন। দুটি কাজই গল্পনির্ভর। আশা করি, দর্শকের পছন্দ হবে।’
এদিকে স্পর্শিয়া অভিনীত সর্বশেষ সিনেমা ‘ফিরে দেখা’ মুক্তি পায় গত মাসে। অভিনেত্রী রোজিনা পরিচালিত সিনেমাটিতে স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেন নিরব।