শুক্রবার - ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বিয়ে করতে নারাজ প্রেমিকা, শিলিগুড়িতে বাড়ির সামনে ধর্নায় প্রেমিক

বিয়ে করতে নারাজ প্রেমিকা, শিলিগুড়িতে বাড়ির সামনে ধর্নায় প্রেমিক

 

বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে ধর্না দিল প্রেমিক। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ) সকালে উত্তরবঙ্গের শিলিগুড়ির ডাবগ্রামে পলিটেকনিক কলেজের পেছনে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসে অসিম বিশ্বাস নামে এক যুবক। যুবকের দাবি, দীর্ঘ ৪ বছর ধরে তরুণীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু এখন সেই সম্পর্ক মেনে নিতে চাইছেন না সেই তরুণী এবং তার বাড়ির লোকজন। তরুণীকে ফোন করা সত্ত্বেও মেলেনি ফোনের উত্তর। অবশেষে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ) বাড়ির সামনেই ধর্নায় বসার সিদ্ধান্ত নেয় অসিম। এদিন সকালে ওই তরুণীর বাড়ির সামনে তাদের ছবি ও মোবাইলের মেসেজের ছবির প্লে কার্ড হাতে নিয়ে রাস্তায় ধর্নায় বসে। সেই খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসীরা খবর দেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই যুবককে বুঝিয়ে শুনিয়ে ধর্না থেকে উঠিয়ে নেয়। যুবক জানান, দীর্ঘ ৪ বছর ধরে সম্পর্ক রয়েছে। অনেক টাকা ও খরচ হয়েছে তরুণীর জন‍্য। তরুণীর পরিবারের তরফে দাবি, মেয়ে এখন ওই যুবককে বিয়ে করতে নারাজ। এই ঘটনার পর কোনদিনই সেই যুবককে মেনে নেবেন না তাঁরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn