বৃহস্পতিবার - ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানালেন চট্টগ্রাম মহানগর শ্রমিকদল নেতা শফি মাস্টার

বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ জানালেন চট্টগ্রাম মহানগর শ্রমিকদল নেতা শফি মাস্টার

সম্প্রতি কয়কটি গণমাধ্যমে ভুয়া, সাজানো ও মিথ্যা তথ্য দিয়ে চট্টগ্রাম মহানগর শ্রমিকদল নেতা শফি মাস্টারের বিরুদ্ধে একটি গ্রুপ রাজনৈতিক ফায়দা নিতে নানা অপপ্রচার চালাচ্ছে। বিগত ৫ আগস্ট পরবর্তী ক্ষমতার পালাবদলের পর থেকে বিএনপির রাজনীতিতে মাঠে সক্রিয় থেকে কাজ করে আগামী চট্টগ্রাম মহানগর শ্রমিকদলে গুরুত্বপূর্ণ পদে যেন আসতে না পারে তার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে রাজনৈতিক সুবিধাবাদী এ চক্রটি।
এ নিয়ে গতকাল ৩০ মার্চ রবিবার দুপুরে নগরের একটি রেস্টুরেন্টে এক মতবিনিময়ে গণমাধ্যম কর্মীদের সামনে প্রতিবাদ জানান শফি মাস্টার। তিনি বলেন, একটি গ্রুপ ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে শ্রমিকদলের সুনাম ক্ষুন্ন করছে এবং গুরুত্বপূর্ণ পদে যেন আসতে না পারি তা ষড়যন্ত্র করছে।
তিনি গণমাধ্যমকে বলেন, গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত তথ্যগুলোর সাথে আমি সম্পৃক্ত নই। দুষ্কৃতকারী ও অপরাধীরা আমার বক্তব্যকে বিকৃত ও কন্ঠকে নকল করে আমার বিরুদ্ধে প্রচার করেছে।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
শফি মাস্টার গণমাধ্যমকে আরও বলেন, আমি আমার রাজনৈতিক অভিভাবক বিএনপির হাই কমান্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম মহানগর শ্রমিকদল নেতা আলহাজ্ব নজরুল ইসলাম মিয়াজি সহ নেতৃবৃন্দের কাছে এসব বিষয়ে তদন্ত পূর্বক সাংগঠনিক সমাধান ও বিচার চাই।
তিনি এ বিষয়ে পরবর্তীতে আইনী পদক্ষেপ নেওয়ারও মন্তব্য করেন।
গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিকদল নেতা ও আগামীর শ্রমিকদলের সভাপতি পদপ্রার্থী নজরুল ইসলাম নিয়াজী, শ্রমিক নেতা মোহাম্মদ নাজমুল হুদা সোহেল, সাবেক শ্রমিক নেতা মোঃ জসিম, পিডিবির সাবেক শ্রমিক নেতা মোহাম্মদ সেলিম, সাবেক শ্রমিক নেতা মোহাম্মদ আফসার, সাবেক শ্রমিক নেতা মোহাম্মদ তরিকুল ইসলাম, তারেক সুমিত, মোহাম্মদ কামরুল আলম, আবুল কালাম, রবিউল আলম ফরহাদ, যুবদল নেতা মোঃ মাসুদ খান প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn