সোমবার - ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

বিবেকানন্দ ষ্টাডি এন্ড ফিলানফ্রপিক সেন্টার অব নিউইয়র্ক উদ্যোগ কম্বল বিতরণ

বিবেকানন্দ ষ্টাডি এন্ড ফিলানফ্রপিক সেন্টার অব নিউইয়র্ক উদ্যোগ কম্বল বিতরণ

 

বিবেকানন্দ ষ্টাডি এন্ড ফিলানফ্রপিক সেন্টার অব নিউইয়র্ক, USA এর আর্থিক সহযোগিতায়, চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রম এর ব্যবস্হাপনায়, রাউজান রামকৃষ্ণ আশ্রম পরিচালনা পরিষদের সার্বিক সহযোগিতায় শীতার্থ দুস্থদের মাঝে আজ বিকাল ৩ ঘটিকায় কম্বল বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন ফতেয়াবাদ রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধায়ক স্বামী পূর্ণব্রতানন্দজী মহারাজ, আরো উপস্থিত ছিলেন রাউজান রামকৃষ্ণ আশ্রম পরিচালনা পরিষদের নব নির্বাচিত সহ-সভাপতি দীপক দাশ, সমল চৌধুরী শ্যামল, সাধারণ সম্পাদক মানু কর্মকার মান্না, সহ-সম্পাদক রুবেল শীল, সুজিত শীল, অর্থ সম্পাদন মানস সরকার।
নির্বাহী সদস্য চঞ্চল চৌধুরী, সুকান্ত শর্মা, অনিমেষ রুদ্র, কৃষ্ণ কর্মকার ও শ্যামল বণিক।
সভাশেষে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মন্দির পরিচালনা পরিষদের নব নির্বাচিত সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn