
বিপ্লবী মাষ্টার দা সূর্য সেনের সহযোদ্ধা বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর ম্যূরালে শ্রদ্বাঞ্জলি
মাষ্টার দা সূর্য সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে আজ ১৭ জানুয়ারি শুক্রবার বিকাল চারটায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা মাষ্টার দা সূর্য সেনের সহযোদ্ধা বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর ম্যূরালে শ্রদ্বাঞ্জলি প্রদান করেন।
এতে স্মৃতি চারণ করেন কমিটির সদস্য সচিব সুভাষ মুহুরী, প্রবীর চৌধুরী, সুশীল দে টুটু, পল্টু বিশ্বাস, সদীপ দে, রাজন সেন, তাপস সেন, শ্যামল দাশ, সজীব দাশ প্রমুখ।
এতে বক্তারা বলেন যখন মাষ্টার দা সূর্য সেনের নেতৃত্বে ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করে চট্টগ্রামকে ৩ দিনের জন্য স্বাধীন করেছিলেন সেই যুদ্ধে বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর ভূমিকা স্মরণীয় করে রেখেছেন এবং মাষ্টার দার স্মৃতি সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
Post Views: ৬৪