বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বিপনী বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটির দ্বিবার্ষিক (২০২৫-২৬) নির্বাচনে নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ পাঠ ও দায়িত্ব গ্রহণ

বিপনী বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটির দ্বিবার্ষিক (২০২৫-২৬) নির্বাচনে নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ পাঠ ও দায়িত্ব গ্রহণ

বন্দরনগরী চট্টগ্রামের একমাত্র ঐতিহ্যবাহী বিপনী কেন্দ্র (নিউমার্কেট) বিপনি বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কর্মকর্তা ও সদস্যদের আজ ১৯ মে সোমবার দুপুরে শপথ পাঠ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

নব নির্বাচিতদের মধ্যে সৈয়দ খুরশিদ আলম সভাপতি এবং মোঃ নিজাম উদ্দিন শারুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ নুরুল আবছার চৌধুরী ও আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান চৌধুরী।
যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সামশুদ্দিন আহমেদ এবং ফরমান উল্লাহ ও অর্থ সম্পাদক মুশফিকুর রহমান ফাহিম।
সদস্য নির্বাচিত হয়েছেন- মোঃ শোয়েব, মোঃ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আজম ইকবাল, রনি সাহা, মোঃ রেজাউল করিম, মোহাম্মদ জামাল উদ্দিন ও মোঃ নাজিম উদ্দিন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিপনি বিতান মার্চেন্টস ওয়েল ফেয়ার কমিটির তত্ত্বাবধায়ক বডির আহ্বায়ক আবুল কাশেম, অধ্যক্ষ (উপ পরিচালক) মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান সমাজসেবা অধিদপ্তর রউফাবাদ, চট্টগ্রাম। বিপণি বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটির নব নির্বাচিত কর্মকর্তা ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মোঃ জাহিদুল হাসান।
দায়িত্ব অর্পন করেন তত্বাবধায়ক বডির আহবায়ক আবুল কাশেম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সাগির।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন শারুদ, সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান চৌধুরী ও নবনির্বাচিত সভাপতি সৈয়দ খুরশিদ আলম।

প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান তার বক্তব্যে বিপনি বিতানের উন্নয়ন ও কল্যাণে নিজেকে নিয়োজিত ও উৎসর্গ করার জন্য নব নির্বাচিতদের প্রতি উদাত্ত আহ্বান জানান। বিপণি বিতানের ৮০০ মালিক-ব্যবসায়ী, চট্টগ্রাম জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং নব নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছন।

সভাপতির বক্তব্যে আবুল কাশেম বিপনি বিতানের গত দশ বছরের সকল বিবাদ ভুলে এক হয়ে কাজ করার অনুরোধ জানান।
গত দিনগুলোতে অনিচ্ছাকৃত ও অনভিপ্রেত ভুলত্রুটি ভুলে গিয়ে আগামীর নতুন এক বিপনি বিতান (নিউ মার্কেট) গড়ে তুলতে প্রত্যয়ী হওয়ার আহবান জানিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn