শুক্রবার - ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিদ্যুৎ ব্যবহারসহ সবকিছুতে সাশ্রয়ী হওয়ার আহবান: প্রধানমন্ত্রী

সংসদ নেতা শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসের অতিমারি, এরপর ইউক্রেন–রাশিয়া যুদ্ধের ফলে সমগ্র বিশ্বে যে খাদ্যসংকট, মুদ্রাস্ফীতি, পরিচালনা ও পরিবহন ব্যয়, বিদ্যুতের ঘাটতি—এটা প্রত্যেকটি মানুষের জীবনকে অসহনীয় করে তুলেছে। বাংলাদেশে সরকার সাধ্যমতো চেষ্টা করেছে।

বিদ্যুৎ ব্যবহারসহ সবকিছুতে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সব জিনিস ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। খাদ্য উৎপাদনও বাড়াতে হবে। চেষ্টা করে যেতে হবে। বিশ্বের এই অস্বাভাবিক পরিস্থিতি আর কত দিন চলবে তা কেউ বলতে পারে না। হয়তো বিশ্ব পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। তবে দেশের মানুষের সুরক্ষার জন্য, তাদের খাদ্যনিরাপত্তার জন্য যা যা করণীয়, তা সরকার করে যাচ্ছে।

আফছারুল আমীনকে স্মরণ করে সরকারপ্রধান বলেন, আফছারুল আমীন ছাত্রজীবন থেকে ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। প্রতিটি সংগ্রামে তিনি ভূমিকা রেখেছেন। নিবেদিতপ্রাণ ছিলেন। দলের প্রতি তাঁর নিষ্ঠা ও সততা ছিল অতুলনীয়। তিনি মন্ত্রী হিসেবেও অত্যন্ত সাফল্য দেখিয়েছেন।

আওয়ামী লীগের নেতা–কর্মীরা সব সময়ই দুর্গত মানুষের সেবা করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে মানুষ মারা গেছে। তৎকালীন বিএনপি সরকার জানেইনি যে ঘূর্ণিঝড় হয়েছে। সবার আগে আওয়ামী লীগের নেতা–কর্মীরা ছুটে যান।

শোক প্রস্তাবের ওপর অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সরকারি দলের সংসদ সদস্য তোফায়েল আহমেদ, নুরুল ইসলাম নাহিদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ওয়াসিকা আয়শা খান, মোতাহার হোসেন এবং জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক ও মসিউর রহমান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn