রবিবার - ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

বিদেশি মহিলার উরুতে প্রভু জগন্নাথদেবের ট‍্যাটু ! ওড়িশায় উত্তেজনা

বিদেশি মহিলার উরুতে প্রভু জগন্নাথদেবের ট‍্যাটু ! ওড়িশায় উত্তেজনা

 

এক বিদেশি মহিলা পর্যটকের উরুতে প্রভু জগন্নাথদেবের ট‍্যাটু। এই ঘটনায় ব‍্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে ভারতের ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি প্রকাশ‍্যে আসে। এরপরেই সক্রিয় পুলিশ। ভক্তবৃন্দের অভিযোগের ভিত্তিতে ভুবনেশ্বরের শহিদনগর থানায় রুজু হয়েছে মামলা। সনাতন ধর্মের অন‍্যতম তীর্থভূমি ওড়িশা। নেপথ‍্যে ইষ্টদেবতা প্রভু জগন্নাথ। তিনি নীলাচলের রাষ্ট্রদেবতা ও বটে। ভগবানের অপমানে রাতের ঘুম উড়েছে পুলিশের। ইতিমধ্যে অভিযুক্ত বিদেশিনীকে চিহ্নিত করা হয়েছে। সে ভুবনেশ্বরে কর্মরত বলে জানা গেছে। যে বিউটি পার্লারে ওই ট‍্যাটু করিয়েছিলেন মহিলা সেটির ও খোঁজ মিলেছে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে ভারতীয় ন‍্যায় সংহিতার ২৯৯ ধারায় এফআইআর করা হয়েছে। যখন অভিযুক্ত বিদেশিনীর বিরুদ্ধে ব‍্যবস্থা নিচ্ছে প্রশাসন, সেই সময় সামাজিক মাধ‍্যমে ক্ষমা চেয়েছেন ওই মহিলা এবং অভিযুক্ত বিউটি পার্লার। ধর্মীয় অবমাননার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ওড়িশায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn