রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

বিজেপির সদস্য সংগ্ৰহ অভিযানে দিলীপ ঘোষ , পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে

বিজেপির সদস্য সংগ্ৰহ অভিযানে দিলীপ ঘোষ , পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে

 

আজ ৪ঠা ডিসেম্বর বুধবার, পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতার এক, দুই ও তিন নম্বর ব্লক এ অনুষ্ঠিত হলো বিজেপির সদস্য সংগ্রহ অভিযান, এই অভিযানে অংশগ্রহণ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ জানান, বিজেপি নিজস্ব সংবিধান মেনে প্রতি ছয় বছর ছাড়া আমাদের সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। এবারও তার অন্যথা হয়নি। শুরু হয়েছে সদস্য সংগ্রহ অভিযান। তিনি আরো জানান ,নরেন্দ্র মোদির আমলে ভারতবর্ষের নাম আজ আমেরিকা, চীন, রাশিয়া, ব্রিটেন ,ফ্রান্স, জার্মানের মতো উন্নতশীল দেশের সাথে তুলনা করা হয়। তাই বিজেপি সদস্য হওয়া আপনার কাছে গর্বের। বিজেপি সদস্য আজ ভারতবর্ষের প্রতিটা বুথে আছে। সারা পৃথিবীর সব থেকে বড় রাজনৈতিক দলটির নাম বিজেপি ।

এদিন তিনি গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে দেখা করেন , আলু বীজ মার্কেটে সকল ব্যবসায়ী ও চাষীদের সাথে কথা বলেন ও পথ চলতি মানুষের সাথেও কথা বলেন। এবং সকলকে আবেদন করেন বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে যোগ দিতে।

ঘুরে দেখেন গরবেতা দু নম্বর ব্লকের গোয়ালতোড় বাজারেও যান, সর্বশেষে গড়বেতা এক নম্বর ব্লকের একটি পথসভা ও মিছিল করে তিনি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপির হাত শক্ত করতে ও‌ সকল গড়বেতা বাসিকে এক হয়ে বিজেপি সদস্য হতে আবেদন করেন।।

তিনি অভিযোগ করেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রীর উপর , বাংলাদেশ শরণার্থীর নামে রোহিঙ্গা নিয়েছে, পশ্চিমবঙ্গে রোহিঙ্গা প্রদেশ বানাতে চাইছে, বাংলাদেশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান , যে দেশে প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে হয়, সেই দেশের আইনশৃঙ্খলা কতটা ভয়াবহ সে কথা অনুমেয় , বাংলাদেশ হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, বাংলাদেশের সর্বনাশ আসন্ন, প্রতিদিন ভারতীয়রা মার খাচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn