সোমবার - ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

বিচারকের অশালীন আচরণে অসুস্থ বিচার প্রত্যাশী রমেকে ভর্তি

বিচারকের অশালীন আচরণে অসুস্থ বিচার প্রত্যাশী রমেকে ভর্তি

 

রংপুর চিফ মেট্রোপলিটন আদালতে বিচারিক কার্যক্রমের সময় মমিনুল ইসলাম নামে এক ব্যক্তি বিচারকের অশালীন আচরণে হৃদরোগ আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ২৯ নং ওয়ার্ডে ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসক ডঃ মিজানুর রহমান জানান, তিনি হৃদরোগ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
পারিবারিক সূত্র ও আইনি নথিপত্র থেকে জানা যায়,
বীর মুক্তিযোদ্ধা মৃত নুরুজ্জামানের দুই পুত্র, মমিনুল ইসলাম এবং মিজানুর রহমান।
দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেনের সমস্যায় চেক ডিজঅনার মামলা চলছিলো তারই ধারাবাহিকতায় ২০ তারিখ সন্ধ্যা সাতটা ৩০ মিনিটে রংপুর মেট্রোপলিটন চিফ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের লিগ্যাল এইড এজলাসে বিচারিক কার্যক্রম পরিচালনার সময় বিচারকের অশালীন আচরণে ঘটনাস্থলের হৃদ্ররোগ আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মমিনুল এমন অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
ভুক্তভোগী মমিনুল ইসলাম এর বোন মনোয়ারা,ভাই ইমন ও মামুন জানায়,
দরিদ্র সেবা নিশ্চিতে লিগ্যাল এইড আদালতে আইনি সেবা নিতে গিয়ে বিচারকের অশালীন আচরণ অকথ্য ভাষায় গালিগালাজ ও চেক ডিজঅনার মামলার পরিবর্তে জমি সংক্রান্ত মামলায় জোরপূর্বক স্বাক্ষর দেয়ার চাপ প্রয়োগ করায় হঠাৎ করে হৃদরোগ আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মমিনুল।
পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান তার স্বজনরা। লিগ্যাল এইড আদালতের বিচারকের অশালীন আচরণে ক্ষুব্ধ মোমিনুল ইসলামসহ অন্যান্য  বিচার প্রত্যাশীরা। এ বিষয়ে তারা অন্তবর্তী কালীন সরকারের কাছে সুদৃষ্টি চেয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn