সোমবার - ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বিগত সরকারের সময়ে ইসলামী আলোচনা করতে দেয়া হত না-লাকসামে তাফসির মাহফিলে সফিকুর রহমান

বিগত সরকারের সময়ে ইসলামী আলোচনা করতে দেয়া হত না-লাকসামে তাফসির মাহফিলে সফিকুর রহমান

 

 

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের জীবনের সম্পাদক সফিকুর রহমান বলেছেন- বিগত সরকারের সময়ে ইসলামী আচার-অনুষ্ঠান ও ইসলামী আলোচনা করতে দেয়া হত না, কারণ তারা দায়বদ্ধ ছিল ভিনদেশী কালচারে, সাবেক প্রধানমন্ত্রী নিজেও ইসলাম পছন্দ করতেন না, তাই তিনি তার নিজ ঠিকানায় (ভারত) চলে গেছেন।

লাকসামে কালিয়াপুর যুব সংঘের উদ্যোগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) স্থানীয় কালিয়াপুর বাজার মাদরাসা মাঠে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি বলেন, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র’র চর্চা চালু করেছিলেন, জামায়াতে ইসলামীও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় রাজনীতি করার অধিকার পেয়েছে।

সফিকুর রহমান বলেন, শেখ মজিবুর রহমান আওয়ামীলীগকে বিলুপ্ত করে বাকশাল ও একদলীয় শাসন কায়েম করেছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই পুনরায় শেখ হাসিনাকে আওয়ামীলীগ করার সুযোগ দিয়েছিলেন। কিন্তু তিনি (শেখ হাসিনা) বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে এদেশের মানুষের বাক-স্বাধীনতা, ভোটাধিকার হরণ করেছে। জুলাই বিপ্লবে ছাত্র-জনতার উপর নির্মম হত্যাযঞ্চ চালিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা। ছাত্র-জনতার হত্যাকারী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না।

তিনি আরো বলেন, আগামী নির্বাচন দল দেখে নয়, সৎ লোক দেখে ভোট দিবেন, কোন অসৎ লোককে ভোট দিবেন না। আমি নিজেও একজন মনোনয়ন প্রার্থী। আমিও বিএনপি থেকে মনোনয়ন চাইবো, যদি দল আমাকে মনোনয়ন দেয়, আমি নির্বাচন করবো, আর মনোনয়ন না দিলেও আমি বিএনপির জন্য কাজ করবো।

ডাচ্-বাংলা ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এন্ড ম্যানেজার মোঃ বেলাল হোসাইনের সভাপতিত্বে ও কুমিল্লা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটার এ্যাডভোকেট বদিউল আলম সুজনের প্রধান পৃষ্ঠপোষকতায় মাহফিলে প্রধান মেহমান হিসেবে তাফসির পেশ করেন হাজীগঞ্জ কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আবু নছর আশরাফী।

বিশেষ বক্তার বক্তব্য রাখেন- ঢাকা উত্তরা চাঁনপাড়া সেন্ট্রাল শাহী জামে-মসজিদের খতিব মাওলানা মাকসুদ আল আযমী, ঢাকা বাইতুল আকসা জামে-মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নাছির উদ্দিন আল-হাছিরী।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল কাদের চৌধুরী, মিজানুর রহমান, সমাজসেবক আবুল কালাম, মাহবুব আলম, মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, মোস্তাকুর রহমান, ফজলুর রহমান, ইব্রাহিম, বিল্লাল হোসেন, আলমগীর হোসেন, হাজীপুরা কৃষি ব্যাংকের সাবেক ম্যানেজার মোঃ শফিকুর রহমান চৌধুরী, সমশেরপুর নুরে মদিনা ক্যাডেট মাদ্রাসার সভাপতি আইয়ুব আলীসহ ব্যক্তিবর্গ।
এদিকে ওইদিন মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের সমশেরপুর গ্রামে নিজ বাড়িতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক সফিকুর রহমান সফিক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn