
বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের ধনকুড়া নামক স্থানে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশের খাদে ছিটকে পড়ে যায়।
রোববার (৯ মার্চ ) সকাল ১১ টার দিকে নাসিরনগর সদর ইউনিয়নের ধনকুরা গ্রামের ব্রাক অফিসের সামনের সড়কে নাসিরনগর টু বিশ্বরোড আঞ্চলিক সড়কের উপর লাখাই থেকে ঢাকাগামী পালকি বাস ও বিশ্বরোড হতে মোড়াকড়ি গামী সিএনজি সংঘর্ষ হলে তাৎক্ষণিক সিএনজিটি সিটকে সড়কের পাশের খালে পড়ে যায়।দূর্ঘটনায় অজ্ঞাতনামা সিএনজির ড্রাইভার সহ মামুন হোসেন (৩৫)পিতা: মোখলেসুর রহমান সাং কসবা থানা কসবা জেলা.ব্রাহ্মণবাড়িয়া,বিপ্লব কুমার দাস (৪০)পিতা:মৃত অমূল্য কুমার দাস সাং ভবানীপুর,লাখাই, হবিগঞ্জ,জেশী দাস (৩৫)স্বামী.রুমন দাস সাং বামৈ থানা: লাখাই জেলা: হবিগঞ্জ গুরুতর আহত হন ।ঘটনার পরবর্তীতে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার ভিকটিমদের প্রাথমিক চিকিৎসা শেষে ভিকটিম মামুন ও বিপ্লব কুমার দাস কে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করেন। ঘাতক হবিগঞ্জ -ভায়া নাসিরনগর – ঢাকা “পালকি” বাসটি চলে যায়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, রোববার গুরুতর আহত দুইজনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক বাস পালিয়েছে গেছে।