রবিবার - ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২

বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২

 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের ধনকুড়া নামক স্থানে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশের খাদে ছিটকে পড়ে যায়।

রোববার (৯ মার্চ ) সকাল ১১ টার দিকে নাসিরনগর সদর ইউনিয়নের ধনকুরা গ্রামের ব্রাক অফিসের সামনের সড়কে নাসিরনগর টু বিশ্বরোড আঞ্চলিক সড়কের উপর লাখাই থেকে ঢাকাগামী পালকি বাস ও বিশ্বরোড হতে মোড়াকড়ি গামী সিএনজি সংঘর্ষ হলে তাৎক্ষণিক সিএনজিটি সিটকে সড়কের পাশের খালে পড়ে যায়।দূর্ঘটনায় অজ্ঞাতনামা সিএনজির ড্রাইভার সহ মামুন হোসেন (৩৫)পিতা: মোখলেসুর রহমান সাং কসবা থানা কসবা জেলা.ব্রাহ্মণবাড়িয়া,বিপ্লব কুমার দাস (৪০)পিতা:মৃত অমূল্য কুমার দাস সাং ভবানীপুর,লাখাই, হবিগঞ্জ,জেশী দাস (৩৫)স্বামী.রুমন দাস সাং বামৈ থানা: লাখাই জেলা: হবিগঞ্জ গুরুতর আহত হন ।ঘটনার পরবর্তীতে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার ভিকটিমদের প্রাথমিক চিকিৎসা শেষে ভিকটিম মামুন ও বিপ্লব কুমার দাস কে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করেন। ঘাতক হবিগঞ্জ -ভায়া নাসিরনগর – ঢাকা “পালকি” বাসটি চলে যায়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, রোববার গুরুতর আহত দুইজনকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক বাস পালিয়েছে গেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn