
বাস-লরি সংঘর্ষে নিহত হানিফের মৃতদেহ বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া এলাকায়
আসামরাজ্যের করিমগঞ্জ জেলার পাথারকান্দির সুপ্রাকান্দিতে বাস ও লরির সংঘর্ষে নিহত বাস চালক হানিফ চৌধুরীর মরদেহ কঠামণির নিজ বাড়িতে পৌঁছলে আত্মীয় স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। হানিফ চৌধুরীকে শেষবারের মতো একনজর দেখতে অগণিত লোকজন ভিড় জমায়। ছোটবড়, নারী পুরুষ নির্বিশেষে বিপুল জনগণ তাঁর বাসভবনে এসে সমবেদনা জানান এবং পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। ঈদের প্রাক্কালে এমন মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
Post Views: ৬১