রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

বাস- ভেকু সংঘর্ষে নিহত একাধিক

বাস- ভেকু সংঘর্ষে নিহত একাধিক

লাকসামের কৃষ্ণপুর এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একাধিক বাসযাত্রী নিহত ও অন্তত ২০/২৫ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।
কৃষ্ণপুর গ্রামের স্থানীয় মোখলেছুর রহমান জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-৮৩৯১) ওই এলাকা অতিক্রম করেছিল। ওই সময়ে একই অভিমুখে খোলা ট্রাক্টরে একটি এস্কেভেটর/ভেকু নেওয়া হচ্ছিল। এ সময় দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এস্কেভেটরের লম্বা বাকেটের অংশ বাসে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই একাধিক জন যাত্রী মারা যায় ও চালকের বাম পা থেঁতলে যায়। আহত হন আরও ২০/২৫ জন যাত্রী। ঘটনাস্থলে থাকা লাকসাম থানার এসআই বোরহান উদ্দিন ভূইয়া বলেন, নিহত একজনের পরিচয় সনাক্ত হয় তখন।তার নাম সিফাত হোসেন (২৫) সোনাইমুড়ী আমিশাপাড়ার মোতালেব হোসেনের ছেলে। আহতদের উদ্ধার করে লাকসামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn