বৃহস্পতিবার - ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

বাল্যবিবাহ, যৌতুক ও মাদক নির্মূল করতে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে : ইঞ্জি: জাবেদ আবছার চৌধুরী

বাল্যবিবাহ, যৌতুক ও মাদক নির্মূল করতে ঐক্যবদ্ধভাবে বিভিন্ন পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে : ইঞ্জি: জাবেদ আবছার চৌধুরী

মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে বাল্যবিবাহ, যৌতুক ও মাদক বিরোধী ক্যাম্পেইন ও অভিষেক অনুষ্ঠান ২৩ নভেম্বর বিকাল চারটায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।
উদযাপন পরিষদের চেয়ারম্যান ও শানিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম সাহাব উদ্দিনের সভাপতিতে কর্মসূচি উদ্বোধন করেন মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও এম এ ইলেকট্রিক কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম।
প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউআরজিসির বাংলাদেশ গ্লোবাল এম্বাসেডর মতিউর রহমান সৌরভ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সহ-সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মোঃ জাবেদ আবছার চৌধুরী, বিভাগীয় কমিটির সহ-সভাপতি লায়ন শামসুজ্জামান সুমন, সহ-সভাপতি হারুনুর রশিদ দিদার, সহ-সভাপতি মোঃ নুরুন্নবী মিঞা, শরণ এর এক্সিকিউটিভ ডাইরেক্টর অলক বিকাশ বড়ুয়া, পুলিশ কর্মকর্তা সুজন বড়ুয়া।
বক্তব্য রাখেন ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন, নুর নবী রাজু, আমির হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক মীর হোসেন মাসুম, অর্থ সম্পাদক আব্দুল কাদের প্রমূখ।
কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নুর জামাল চৌধুরী, লায়ন সুমন চক্রবর্তী, মিজানুর রহমান, মোঃ কামরুল ইসলাম, হাবিবুল্লাহ চৌধুরী স্বপন, জাকির হোসেন টিটু, মোঃ আবদুর রউফ,আনিসুল ইসলাম, স্বাধীন বর্মন, মুত্তালিব হোসেন, ফজলুল করিম কামাল, মোহাম্মদ জানে আলম রনি, নুরুল হক চৌধুরী, মোঃ সাখাওয়াত হোসেন, মোহাম্মদ রাব্বি হোসেন, মোহাম্মদ আলাউদ্দিন, বিপ্লব আচার্য, লাকি আক্তার সাবরিনা সাবা, নাজমা আক্তার, আমেনা বেগম ডলি, শ্রাবন্তী শুক্লা, নূর কাউছার পারভিন, শারমিন আক্তার, নুর ফাতেমা আইভি সহ আরো অনেকে।
বক্তারা বলেন, যৌতুক মাদক বাল্যবিবাহ এগুলো সামাজিক ব্যাধি। আর এই ব্যাধিকে নির্মূল করতে সরকারি বেসরকারি পদক্ষেপের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে।
নেতৃবৃন্দ বলেন, আসুন আপনি আমি আমরা সবাই মিলে বাল্যবিবাহ যৌতুক মাদক নামক অভিশাপকে সমাজ থেকে নির্মূল করতে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn