
বালিবোঝাই লরি – গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
বালিবোঝাই লরি ও গাড়ির সংঘর্ষে মৃত্যু হল ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ও সেবকের। আহত হয়েছেন আরও ৬ জন। সোমবার (১৭ মার্চ) সকাল ৬ টা ৩০ মিনিটে দুর্ঘটনাটি ঘটেছে বাগনান বম্বে রোডের উপর। খবর পেয়ে বাগনান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকলকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ২জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানান্তরিত করা হয় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্রোপাধ্যায় গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে। এদিন ভোরে কলকাতার কাছে গড়িয়ার ভারত সেবাশ্রম সংঘ থেকে মহিষাদলের দিকে রওনা হয়েছিল সন্ন্যাসী সহ ৮জন। বাসন্তী পুজো উপলক্ষে পুজোর সামগ্রী নিয়ে তাঁরা মহিষাদলের সংঘে যাচ্ছিলেন বলে জানা গেছে। বম্বে রোডের বাগনানের কাছে আচমকা টাটা ৪০৭ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ডিভাইডারের ওপারে গিয়ে পড়ে গাড়িটি। সে সময় উল্টো দিক থেকে একটি বালিবোঝাই লরি আসছিল। উভয়ের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ফলে ৮ জন গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। এঘটনার খবর পাঠানো হয় বাগনান থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। ভারত সেবাশ্রমের সন্ন্যাসী স্বামী শুভংকরানন্দ মহারাজ এবং সেবক বাসুদেবকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদেহ গুলিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পথ দুর্ঘটনায় আহত বাকি ৬ জন উলুবেড়িয়ার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।