বালাগঞ্জে বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সিলেটের বালাগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির নেতা আব্দুল মুনিম ,খেলাফত মজলিস সিলেট জেলা সহসাধারণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, উপজেলা জামায়াতের নায়বে আমীর কুতুব উদ্দিন, বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহাম্মদ , উপজেলা একাডেমিক সুপারভাইজার আফরোজা আতিক, পল্লি বিদ্যুৎ সমিতির এজি এম আলাউল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভূইয়া, সমাজসেবা কর্মকর্তা জয়েল আহমদ, উপজেলা সমবায় কর্মকর্তা উৎফল চক্রবর্তী, কৃষি কর্মকতা আশিকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম আহাম্মদ উল্লাহ , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার, আ,জ,ম সালা উদ্দিন, বালাগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক বুলবুল আহমদ, বালাগঞ্জ ডিএন উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, তরুণ নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, জামেয়া ইসলামিয়া নুরিয়ার বোয়ালজুড় এর পরিচালক মাওলানা লুৎফর রহমান, খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মীম হোসাইন, বিএনপির বালাগঞ্জ ইউপি সভাপতি জামাল আহমদ খলকু,বিএনপির নেতা ইনুছ আলী, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা বিলকিস খানম, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার জামাল উদ্দিন, নিরাপদ এর প্রতিনিধি শাহাব উদ্দিন শাহীন , উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম সেফুল, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক আবুল কাশেম অফিক,, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান জিলু,সাধারণ সম্পাদক আমীর আলী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবুল আহমদ,বিএনপির নেতা মিজান আহমদ,
বিএনপি নেতা, মাসুক আহমদ, ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি গোলাম কিবরিয়া, মজলিস নেতা, আব্দুল মুহিত, জামায়াত নেতা রুমন আহমেদ, ছাত্রদল নেতা রেজওয়ান আহমদ, শ্রমিক নেতা হেলাল আহমদ, জাহাঙ্গীর আলী,রাশেল আহমদ।
সভায় যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচী ও অনুষ্ঠানমালার মাধ্যমে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনে সিদ্ধান্ত গ্রহন করা হয়।