চট্টগ্রামের রাউজান থানাধীন গহিরা অংকনিঘোনার বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য প্রয়াত শশাঙ্ক রঞ্জন তালুকদারের তৃতীয় পুত্র ও সাংঘিক ব্যক্তিত্ব বিদর্শনাচার্য শাসনপ্রিয় মহাথেরো এর বড় ভাই
মহানগর ওয়াসা নিবাসী বাবু সুজিত বড়ুয়া আজ সকাল ১০.৩০ মিনিটে তার নিজ বাড়ি সুমিনো নিবাস ১৪১ হাই লেভেল রোড শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছে ৭২ বছর। তিনি ৩ ছেলে ১ মেয়ে ও স্ত্রী এবং বহু নাতি -নাতনী রেখে যান।
আগামীকাল তার গ্রামের বাড়ি রাউজান গহিরা অংকনিঘোনায় বিকাল ২ টায় অনিত্য সভা অনুষ্ঠিত হবে। মহান প্রজ্ঞ পূজনীয় ভিক্ষুসংঘ ও পূন্যার্থী আত্মীয়স্বজন উপস্থিত থাকবেন
Post Views: ৭৪