শুক্রবার - ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাবু সজল কান্তি বড়ুয়ার (প্রকাশ কাবু) অকাল মৃত্যুতে শোক প্রকাশ

 

চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী ফতেনগর গ্রামের ধার্মীক উপাসক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, প্রাক্তন শিক্ষক প্রয়াত মানবেন্দ্র লাল বড়ুয়ার কনিষ্ঠ পুত্র ও দৈনিক আনন্দ বার্তা এবং আনন্দ বাংলা টিভি’র ব্যবস্থাপনা পরিচালক বাবু বিদুৎ বরণ বড়ুয়া’র ছোট ভাই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, নির্ভীক সমাজ কর্মী, বাবু সজল কান্তি বড়ুয়ার (প্রকাশ কাবু) অকাল মৃত্যুতে আমরা শোকাভিভূত, দৈনিক আনন্দ বার্তা ও আনন্দ বাংলা টিভি’র পরিবারবর্গ এবং ফতেনগর অহিংসা সেবক সংঘের পক্ষথেকে গভীর শোকাঞ্জলী প্রকাশ করছি,এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করছি।

প্রয়াত সজল কান্তি বড়ুয়া’র নির্বাণ সুখ শান্তি কামনায় পুণ্য দান করছি। আগামীকাল ১৫ জুন বৃহস্পতিবার নিজ গ্রাম চন্দনাইশ ফতেনগর তার স্মৃতি চারণ সভা ও পুণ্যদান অনিত্য সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এতে তাদের সকল জ্ঞাতী স্বজন ও পুন্যার্থীগন উপস্থিত থেকে তার প্রতি শ্রদ্ধা ও পুণ্য দানে আহবান জানিয়েছেন তাঁর পরিবার ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn