
পটিয়া উপজেলাধীন ঐতিহ্যঋদ্ধ ঊনাইনপূরা গ্রামের সম্ভ্রান্ত পরিবারের প্রয়াত সনৎ কান্তি বড়ুয়া ও রুমা বড়ুয়া’র একমাত্র সন্তান বাবু শতদল বড়ুয়া (শুভ)’র সাথে রাউজান থানাধীন আবুরখীল উত্তর ঢাকাখালী গ্রামের বাবু প্রবাল চন্দ্র বড়ুয়া ও রুমা রাণী বড়ুয়া’র প্রথমা কন্যা আঁখি বড়ুয়া’র শুভ নতুন যুগল জীবনে পদার্পণে ঐতিহাসিক স্থান চট্টগ্রাম বৌদ্ধ বিহারে মহাকারুণিক তথাগত বুদ্ধের মুখনিসৃত পবিত্র মঙ্গলবাণী পাঠের মাধ্যমে আশীর্বাদ প্রদান করা হয়।
২৮ এপ্রিল ২০২৩ইং, শুক্রবার, এই বন্ধনের শুভ কাজটি সুসম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান প্রিয়রত্ন মহাথেরো, চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সভাপতি ও চরবরমা সুগত বিহারের অধ্যক্ষ ধর্মনন্দ মহাথেরো, উত্তর হাসিমপুর বন বিহারে নবরূপকার অধ্যক্ষ ও দৈনিক আনন্দবার্তা’র নির্বাহী সম্পাদক প্রজ্ঞানন্দ থেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা-বাংলাদেশ এর চেয়ারম্যান ও সংগঠক জে. বি.এস আনন্দবোধি থেরো’সহ তাদের বিভিন্ন আত্মীয়-স্বজনবর্গ এসময় উপস্থিত ছিলেন।