রবিবার - ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

বাবা মায়ের ঝগড়া কলহ ফেরাতে গিয়ে মেয়ের মৃত্যু

বাবা মায়ের ঝগড়া কলহ ফেরাতে গিয়ে মেয়ের মৃত্যু

 

মাদারীপুর শিবচরে পারিবারিক বাবা মায়ের ঝগড়া কলহ ফেরাতে গিয়ে মেয়ের মৃত্যু। এতে বাবার হাতে মেয়ে খুনের অভিযোগ উঠেছে। শিবচরের যাদুয়ারচরে গোমস্তাকান্দি। ফরহাদ গোমস্তার মেয়ে আইরিন।

রোববার (৮ ডিসেম্বর) সকাল আটটার সময় উপজেলার যাদুয়ারচর এলাকার গোমস্তাকান্দি গ্রামে এ ঘটে। নিহত ওই কলেজ ছাত্রীর গোমস্তাকান্দি গ্রামের ফরহাদ গোমস্তার মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের জাদুয়ারচর গ্রামের ফরহাদ গোমস্তা ও তার স্ত্রী নাজমা বেগমের সাথে তাদের কলেজ পড়ুয়া মেয়ে আইরিন আক্তার মুক্তি (১৭) কে নিয়ে স্বামী-স্ত্রী দুজনের মাঝে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফরাহাদ গোমস্তা তার পাশে থাকা মেয়ের মাথায় বাড়ি মারে, এতে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে মুহূর্তের মধ্যে ওই ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে । গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে।
নিহত ওই কলেজ ছাত্রী শিবচরের বহরমগঞ্জ কলেজের ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

কান্না জড়িত কন্ঠে নিহত কলেজ ছাত্রী মা নাজমা বেগম বলেন, আমার মেয়ে হত্যার সঠিক বিচার চাই। আমার মেয়ে সম্পূর্ণ নির্দোষ।

এ বিষয়ে শিবচর থানার ওসি মুক্তার হোসেন বলেন,হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুরের প্রেরণ করা হবে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn