
দেশচিন্তা’র আয়োজনে বিশ্ব বাবা দিবসের আলোচনা সভায় চৌধুরী হাসান মাহমুদ হাসনী
বাবা মানে বটবৃক্ষের ছায়া বাবা মানে নির্ভরতা
দেশচিন্তা’র আয়োজনে বিশ্ব বাবা দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ১৭ জুন বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডমীর আর্ট গ্যালারি হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। সংগঠনের শুভাকাঙ্খী বীর মুক্তিযোদ্ধা ভানু রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে ও সম্পাদক ইমরান সোহেলের তত্বাবধানে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক মাদল বড়ুয়া, সঙ্গীত শিল্পী অচিন্ত্য কুমার দেয়, সঞ্চালনায় ছিলেন সোমা মুৎসুদ্দি, হিমেল প্রমুখ। প্রধান অতিথি সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, বাবা মানে বটবৃক্ষের ছায়া। বাবা মানে নির্ভরতা। শাস্ত্রে বলা হয়-‘পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহী পরমং তপঃ। পিতরী প্রিতিমাপন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা।’ এর অর্থ-‘পিতাই ধর্ম, পিতাই স্বর্গ, পিতাই পরম তপস্যা। সন্তানের প্রতি পিতা বা বাবার ভালোবাসা চিরকালের।’ বাবার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের একটি অন্যতম দিন বাবা দিবস।