রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

বাবাকে বিয়ে ২৬ বছরের মেয়ের! সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় 

বাবাকে বিয়ে ২৬ বছরের মেয়ের! সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

 

৫০ বছর বয়সি বাবাকে বিয়ে করলেন ২৬ বছরের মেয়ে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় সেই বিয়ের ভিডিও প্রকাশ‍্যে ও আনলেন নববধূ। সগর্বে জানালেন, এই কান্ড ঘটিয়ে তিনি লজ্জিত নন বরং পছন্দের পুরুষকে বিয়ে করতে পেয়ে অত্যন্ত খুশি। সোশ্যাল মিডিয়ায় বিয়ের যে ভিডিও প্রকাশ‍্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, গলায় মঙ্গলসূত্র, লাল শাড়ি ও কপালে সিদুঁর পড়ে একব‍্যক্তির পাশে দাঁড়িয়ে রয়েছেন সদ‍্য বিবাহিতা যুবতী। এবং সগর্বে ঘোষণা করছেন, ইনি আমার বাবা। তবে অত্যন্ত আনন্দের সঙ্গে সকলকে জানাতে চাই, আমরা বিবাহিত। ওই যুবতীর বক্তব্যে সিলমোহর দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা প্রৌঢ় বলেন, হ‍্যাঁ ও আমার নিজের মেয়ে। বিয়ে করল সমস‍্যাটা কোথায়! যুবতী আরও জানান, এই বিয়ে নিয়ে অনেকে অনেক সমালোচনা করতে পারেন। তবে আধুনিক সময়ে দাঁড়িয়ে বাবা- মেয়ের এই বিয়েকে সহজভাবে মেনে নেওয়া উচিত সকলের। নিজের বাবাকে বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, ” অনেক দিন ধরে বাবাকে ভালোবাসি আমি। প্রথম থেকে ওকেই পছন্দ করতাম। সম্প্রতি ২ জন মিলেই ঠিক করি আমরা স্বামী – স্ত্রী হব। ” তবে আধুনিক সময়ের দোহাই দিয়ে এমন বেনজির বিয়েকে ওই দম্পতি সহজভাবে দেখার আর্জি জানালেও বির্তকের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এক্স হ‍্যান্ডেলে এই বিয়ের ভিডিও শেয়ার করেছেন সমাজবাদী পার্টির নেতা জয়সিং যাদব। বেশির ভাগ মানুষ দাবি করেছেন, পবিত্র সম্পর্ককে অপমান করার জন্য  ওই মহিলাকে অবিলম্বে গ্রেফতার করা উচিত। কারও মতে, এই ঘটনা সামাজিক অবক্ষয়ের  জ্বলন্ত উদাহরণ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn