
আজ ১ আগষ্ট চকবাজারস্থ ঐতিহবাহী সামাজিক- সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন চকবাজার বাচ্চু স্মৃতি সংসদের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়।
সংসদের কার্যালয় সেভেন নীড়-নিরালা টাওয়ারের হল রুমে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদের প্রতিষ্ঠাতা, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সহ- সভাপতি, বিশিষ্ট সমাজসেবক এ, কে, এম আনিসুজ্জামান।
তিনি বলেন- তোমাদেরকে এই স্মৃতি সংসদের মাধ্যমে সমাজ থেকে অন্যয়- অবিচার ও অন্ধকার দূর করতে হবে, তবেই গোলাম মোস্তাফা বাচ্চু’র আত্মা শান্তি পাবে। এ সময় উপস্থিত ছিলেন- সংসদের সভাপতি মুজিব ইমরান বিপ্লব, সহ- সভাপতি এড. শাহেদুল আজম শাকিল, মোঃ কায়সার আহমেদ, নাজনিন আরা লাকি, সাধারন সম্পাদক লায়ন আবু নাছের রনি, যুগ্ম সাধারন সম্পাদক মিনহাজ মাহমুদ রনি, অর্থ সম্পাদক সৈয়দ মোঃ আনোয়ারুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইমরান মেহেদী ইজাজ, দপ্তর সম্পাদক অনিবার্ণ পাল। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মোঃ আবদুল বাতেন, মাহবুবুল আলম লিটন ও রাজিব শরীফ রাজু।