শুক্রবার - ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

বাঙালী জাতির গৌরবের ইতিহাসে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে

বহুভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মরণে সেমিনারে বক্তারা
বাঙালী জাতির গৌরবের ইতিহাসে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র
অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে

গত (১৩ জুলাই ২০২৩) বৃহস্পতিবার বিকেল ৩টায়, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি)’র উদ্যোগে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে বহুভাষাবিদ, পÐিত, জগদ্বিখ্যাত দার্শনিক ড. মুহম্মদ শহীদুল্লাহর ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর জীবন ও কর্মের উপর সেমিনারে বক্তারা বলেছেন বাঙালী জাতির গৌরবের ইতিহাসে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে। ড. মুহম্মদ শহীদুল্লাহ বাঙলী জাতির ইতিহাসে সাহিত্য-সংস্কৃতি-শিক্ষা ও জাতিগত জাগরণের শিক্ষার উন্নয়নে তিনি আজীবন কাজ করেছেন। ভাষা সৈনিক হিসেবে তাঁর কলমী ও লেখনী শক্তি আমাদের কাছে স্মরণীয়। ড. মুহম্মদ শহীদুল্লাহ’র অমর বাণী “মাতা, মাতৃভাষা আর মাতৃভ‚মি- এ তিনটিই প্রত্যেক মানুষের পরম শ্রদ্ধার বস্তু” তাঁর আরও একটি বাণী “গুণীর কদর না করলে, গুণী জন্মাবেনা”। এই কথাগুলো আমরা একসময় প্রাইমারী স্কুলের বইতে পাঠ করতাম। শিক্ষনীয় এই প্রবন্ধগুলো বর্তমানে পাঠবইয়ে সংযুক্ত নাই। সভায় বক্তারা ড. মুহম্মদ শহীদুল্লাহ’র জীবনকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য লেখক-গবেষকদের আহŸান জানান। চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের উপদেষ্টা পরিষদের সভাপতি প্রাবন্ধিক দুলাল কান্তি বড়–য়ার সভাপতিত্বে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র জীবন ও কর্মের উপর লিখিত প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি ইতিহাসবেত্তা সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির প্রাক্তন সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ লায়ন শওকত আলী নুর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বহুগ্রন্থ প্রণেতা ও অনুবাদক কবি মাহমুদুল হাসান নিজামী। আলোচনায় অংশ গ্রহণ করেন প্রবীন ইতিহাসবিদ মুহাম্মদ ফখরুল ইসলাম, ভাষা গবেষক ডা. মআআ মুক্তাদীর, গবেষক শরীফ-উর রহমান, ডা. সুভাষ চন্দ্র সেন, মাস্টার আবুল হোসাইন, ভাস্কর ডিকে দাশ মামুন, নুরুল হুদা চৌধুরী, লেখক হানিফ মান্নান, নাজমুল হক শামীম, দেলোয়ার হোসেন মানিক, মুহাম্মদ সোহেল তাজ, জিএম মামুন, শাহেদ লতিফ প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn