
বাঙালির স্বাধীনতা সংগ্রামের আঁতুড়ঘর ধানমণ্ডি-৩২
ভাঙার প্রতিবাদে ও উগ্র-জঙ্গিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে
চূড়ান্ত প্রস্তুতি
একদিকে একাত্তরের পরাজিত পক্ষ, স্বাধীনতাবিরোধী শক্তি, উগ্র-জঙ্গি গোষ্ঠীর ‘আধ্যাত্মিক আমির’ ইউনূস ও তার প্রশিক্ষিত সন্ত্রাসী-খুনি গ্যাং সম্মিলিত হামলা চালিয়ে ভেঙে ফেলেছে বাঙালির স্বাধীনতা সংগ্রামের আঁতুড়ঘর ধানমণ্ডি-৩২, অপরদিকে দেশের প্রতিটি মানুষকে ঘরে-বাহিরে সর্বত্র ভীত-সন্ত্রস্ত, অনিরাপদ-অনিশ্চিত জীবনযাপন করতে বাধ্য করেছে।
স্বাধীন-সার্বভৌম-স্বনির্ভর-উন্নত সোনার বাংলার বিপরীতে একটি ব্যর্থ, খণ্ড-বিখণ্ড, জঙ্গিবাদের ঘাঁটি, তলাবিহীন ঝুড়ি, দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেশ বানানোর লক্ষ্যে ইউনূস গং এই ঘৃণ্য অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এর প্রতিবাদে এবং অবৈধ-অসাংবিধানিক, হত্যা-সন্ত্রাস-উগ্র-জঙ্গিপন্থার মাধ্যমে রাষ্ট্র দখলকারী, রক্তপিপাসু গণহত্যাকারী ফ্যাসিস্ট ইউনূস সরকারকে বিদায় করে প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে বাংলার মানুষ।
এলক্ষ্যে, একাত্তরের পরাজিত শক্তিকে সমূলে উৎপাটন করে উগ্র-জঙ্গি-সন্ত্রাসমুক্ত স্বদেশ গড়ার সংগ্রামে ঐক্যবদ্ধ ছাত্র-জনতা নিজ তাগিদেই নিম্নোক্ত কর্মসূচী সফল করবে।
কর্মসূচী:
১০ ফেব্রুয়ারি: বিক্ষোভ সমাবেশ
১৭ ফেব্রুয়ারি: সর্বস্তরে ব্যাপকভাবে মশাল মিছিল
১৮ ফেব্রুয়ারি: দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।