
দিশারী খেলাঘরের রবীন্দ্র নজরুল সুকান্ত জন্মজয়ন্তীতে বক্তারা
বাঙালির মানস গঠনে অপরিহার্য ভূমিকা রেখেছেন এই তিন মহান সাহিত্যিক
বাঙালির মানস গঠনে অপরিহার্য ভূমিকা রেখেছেন এই তিন মহান সাহিত্যিক।“তাদের রচনা সা¤প্রদায়িকতা, মৌলবাদ, সাম্রাজ্যবাদসহ সকল অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে এবং সাম্যবাদী সমাজ গঠনের সংগ্রামে আলোকবর্তিকা হিসেবে আমাদের পথনির্দেশ করে চলেছে।”এই তিন কবিকে ‘অসা¤প্রদায়িক ও সাম্যবাদী চেতনার আঁধার। তাঁদের রচনা থেকে অনুপ্রেরণা নিয়েই বাঙালির ভবিষ্যত লড়াই সংগ্রামে জয়ী হওয়ার ব্রত নিতে হবে।”
বোয়ালখালীতে গান কবিতা কথামালায় বাংলাসাহিত্যের তিন মহীরুহ রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
শুক্রবার (২৩ জুন) বিকালে উপজেলা সদরের অস্থায়ী কার্যালয়ে দিশারী খেলাঘর আসরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ঠ কলামিস্ট ও শিক্ষাবিদ অধ্যাপক কানাই দাশ।
আসরের সহ সভাপতি ফারজানা ইয়াছমিন শিল্পীর সভাপতিত্বে ,সাহিত্য সম্পাদক রিয়া মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন খেলাঘর বোয়ালখালী উপজেলার সভাপতি শিশু সংগঠক, সাংবাদিক আবুল ফজল বাবুল,বোয়ালখালী ক্ষেতমজুর সমিতির সভাপতি শ্যামল বিশ্বাস,সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মেম্বার,স্বাগত বক্তব্য রাখেন আসরের সাধারণ সম্পাদক প্রবীর শীল।
অনুষ্ঠানে বিশ্বকবি রবিন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন আসরের সদস্য কাইফা আকতার,বিদ্্েরাহী কবি কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন আসরের সাংগঠনিক সম্পাদক যুথিকা দে, বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্য্যের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন আসরের সমাজকল্যান সম্পাদক সানজিদা আকতার লিজা,আবৃত্তি পরিবেশন করেন নাজমা আকতার,জান্নাতুল ফেরদৌস রাজিয়া সুলতানা,তত্ব বনিক,অরিজিৎ মল্লিক দিগন্ত,দীঘি শীল, অন্বেষা চৌধুরী, শোভন চৌধুরী।
পরে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠঅন পরিবেশন করে দিশারী খেলাঘরের শিল্পীবৃন্দ ।